১৮ এপ্রিল ২০২৪, ০৫ বৈশাখ ১৪৩১, ০৮ শাওয়াল ১৪৪৫
`

নির্বাচন শেষে নেতানিয়াহুর বিরুদ্ধে ফের বিক্ষোভ শুরু

-

ইসরাইলে চলমান রাজনৈতিক অস্থিরতায় গত মাসে দেশটিতে সাধারণ নির্বাচন অনুষ্ঠানের পর আবার নতুন করে প্রধানমন্ত্রী নেতানিয়াহুর বিরোধী বিক্ষোভ শুরু হয়েছে। গত শনিবার জেরুসালেমে নেতানিয়াহুর বিরুদ্ধে অনুষ্ঠিত বিক্ষোভে শত শত ইসরাইলি নাগরিক সমবেত হন। এর আগে গত ২৩ মার্চ দুই বছরের মাথায় চতুর্থ সাধারণ নির্বাচন ইসরাইলে অনুষ্ঠিত হয়। তবে এই নির্বাচনেও কোনো রাজনৈতিক জোট ইসরাইলি আইন পরিষদ নেসেটে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা না পাওয়ায় চতুর্থ দফায় দেশটিতে ঝুলন্ত পার্লামেন্ট সৃষ্টি হয়েছে।
সরকার গঠন নিয়ে নেসেট সদস্যদের সাথে আলোচনার পর ইসরাইলি প্রেসিডেন্ট রিউভেন রিভলিন ৬ এপ্রিল দেশটির নতুন সরকার গঠন করতে নেতানিয়াহুকেই দায়িত্ব দেন। গত শনিবারের বিক্ষোভে ‘ক্রাইম মিনিস্টার’ (অপরাধমন্ত্রী) লেখা পতাকা নাড়িয়ে বিক্ষোভকারীরা অংশ নেন। বিক্ষোভকারীরা বলছেন, দুর্নীতির অভিযোগে বিচারের শুনানি চলার সময় নেতানিয়াহু প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করতে পারেন না।


আরো সংবাদ



premium cement