২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১, ১৬ শাওয়াল ১৪৪৫
`

ছত্তিশগড়ে অপহৃত সেনাসদস্যকে মুক্তি দিলো মাওবাদীরা

-

ভারতের ছত্তিশগড়ে প্রাণঘাতী হামলার পর অপহৃত সেনাসদস্যকে মুক্তি দিয়েছে মাওবাদী বিদ্রোহীরা। হামলার প্রায় একশ’ ঘণ্টা পর ওই সেনাসদস্য মুক্তি পেয়েছে বলে বৃহস্পতিবার জানিয়েছে রাজ্য
সরকার। শত শত গ্রামবাসীর উপস্থিতিতে রাকেশ্বর সিং মানহাস নামে এই সেনাসদস্যকে রাজ্য সরকারের গঠিত একটি টিমের কাছে হস্তান্তর করা হয়। পরে তাকে বিজাপুর জেলার একটি হাসপাতালে
পরীক্ষার জন্য নেয়া হয়।
গত শনিবার বিজাপুর জেলায় মাওবাদী বিদ্রোহীদের সাথে এক সংঘর্ষে প্রাণ হারায় ভারতের ২২ সেনাসদস্য। এ ছাড়া আহত হয় আরো ৩১ জন। ওই ঘটনার পর রাকেশ্বর সিং মানহাস নামের এক
সেনাসদস্যকে অপহরণ করে মাওবাদীরা। ২১০তম কমান্ডো ব্যাটালিয়ন ফর রেজুলেট অ্যাকশন (কোবরা) টিমে কর্মরত এই সেনাসদস্যকে অপহরণ করা হয়।
ওই সেনাসদস্যকে ছাড়িয়ে আনার আলোচনার জন্য একটি টিম গঠন করে রাজ্য সরকার। এতে সাত জন সাংবাদিক, দুইজন প্রখ্যাত ব্যক্তি এবং ছত্তিশগড় সরকারের দুই কর্মকর্তাকে অন্তর্ভুক্ত করা
হয়। আলোচনা শেষে বৃহস্পতিবার ওই সেনাসদস্যকে মুক্তি দেয় মাওবাদীরা। জম্মুর বাসিন্দা এই সেনাসদস্যের মুক্তির পর তাকে বিজাপুরে সেন্ট্রাল রিজার্ভ পুলিশ ফোর্সের তারেম ক্যাম্পে নেয়া হয়।


আরো সংবাদ



premium cement