২০ এপ্রিল ২০২৪, ০৭ বৈশাখ ১৪৩১, ১০ শাওয়াল ১৪৪৫
`

ইরানে হামলার পরিকল্পনা হালনাগাদ করছে ইসরাইল

-

ইসরাইলের প্রতিরক্ষামন্ত্রী বেনি গ্যান্টজ বলেছেন, ইরানের পরমাণু স্থাপনায় সম্ভাব্য সামরিক হামলার জন্য তেল আবিব তার পরিকল্পনা হালনাগাদ করছে। বেনি গ্যান্টজ তার ভাষায় বলেন, ইরান যদি পরমাণু কর্মসূচি বাড়াবাড়ি পর্যায়ে নিয়ে যায় তাহলে ইসরাইল তাতে হামলা চালাবে।
মার্কিন টেলিভিশন চ্যানেল ফক্স নিউজকে দেয়া এক সাক্ষাৎকারে ইসরাইলের প্রতিরক্ষামন্ত্রী বেনি গ্যান্টজ এসব কথা বলেন। ফক্সনিউজ তার কাছে জানতে চায়- ইরানের পরমাণু কর্মসূচিতে হামলার জন্য ইসরাইল তার প্রস্তুতি সম্পন্ন করেছে কি না। জবাবে ইসরাইলের প্রতিরক্ষামন্ত্রী বলেন, ‘হামলার পরিকল্পনা আমাদের হাতে রেখেছি এবং আমরা সেগুলোকে ধারাবাহিকভাবে হালনাগাদ করব। তিনি বলেন, ‘ইরানের পরমাণু কর্মসূচির বাড়াবাড়ি অবশ্যই থামাতে হবে। যদি বিশ্ব তা করে তাহলে সেটি খুব ভালো কথা, আর যদি তা না করে তবে আমরা অবশ্যই স্বাধীনভাবে সে কাজ করব এবং আমরা নিজেদেরকে নিজেরাই রক্ষা করব।’ ইসরাইলের প্রতিরক্ষামন্ত্রী বেনি গ্যান্টজ যে বাগাড়ম্বর করেছেন তার কড়া জবাব দিয়েছে তেহরান। ইরানের প্রতিরক্ষামন্ত্রী ব্রিগেডিয়ার জেনারেল আমির হাতামি বলেছেন, ইসরাইলের শাসকগোষ্ঠী সামান্যতম ভুল করলে তেল আবিব এবং হাইফ শহর গুঁড়িয়ে দেয়া হবে।
জেনারেল হাতামি গতকাল রোববার ইসরাইলকে উদ্দেশ করে বলেন, ‘মাঝে মাঝে তারা এমন কিছু বলে যা করা তাদের জন্য কঠিন এবং এসব হুমকি ধমকির মাধ্যমে এটা স্পষ্ট যে তারা চরম হতাশাগ্রস্ত। ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ খামেনি অনেক বছর আগে বলেছিলেন, ইসলাইল আমাদের প্রধান শত্রু নয় এমনকি ইরানের সাথে শত্রুতা বজায় রাখার ন্যূনতম যোগ্যতাও তাদের নেই। ইসরাইলের শাসকগোষ্ঠী ভালো করেই জানে এবং তারা যদি না জেনে থাকেন তাহলে তাদের অবশ্যই জেনে রাখা উচিত যে, তারা সামান্যতম ভুল করলে তেল আবিব এবং হাইফা শহর মাটির সাথে গুঁড়িয়ে দেয়া হবে।’
জেনারেল হাতামি আরো বলেন, ‘ইরানের সেনাবাহিনীর সর্বাধিনায়কের আদেশ অত্যন্ত সতর্কতার সাথে কার্যকর করা হয়েছে এবং এটি একটি নীলনকশায় রূপান্তরিত হয়েছে। সর্বোচ্চ নেতার সামান্য ইঙ্গিতেই তা বাস্তবায়ন করা হবে। তাই আমি তাদেরকে উপদেশ দেবো যে তারা যেন কখনোই এ ভুল না করে, এমনকি মৌখিকভাবেও না।’

 


আরো সংবাদ



premium cement