১৬ এপ্রিল ২০২৪, ০৩ বৈশাখ ১৪৩১, ০৬ শাওয়াল ১৪৪৫
`
নির্বাচনী ব্যবস্থা ঢেলে সাজানো

হংকং নীতি নিয়ে চীনের সমালোচনা যুক্তরাষ্ট্রের

-

হংকংয়ের নির্বাচনী ব্যবস্থা ঢেলে সাজানো এবং আইনসভার সদস্য নির্বাচনের ক্ষেত্রে বেইজিংয়ের ভেটো-ক্ষমতা প্রয়োগ নিয়ে প্রণীত চীনের নতুন প্রস্তাবের তীব্র সমালোচনা করেছে যুক্তরাষ্ট্র। বেইজিংয়ের এই প্রস্তাবিত আইনকে হংকংয়ের স্বায়ত্তশাসনের ওপর ‘সরাসরি আক্রমণ’ বলেও উল্লেখ করেছে দেশটি। স্থানীয় সময় শুক্রবার যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দফতরের মুখপাত্র নেড প্রাইস সাংবাদিকদের বলেন, ‘চীনের এই প্রস্তাবিত আইন হংকংয়ের স্বাধীনতা, স্বায়ত্তশাসন ও গণতান্ত্রিক প্রক্রিয়ার বিরুদ্ধে সরাসরি আক্রমণ। একই সাথে দেশটির এই পদক্ষেপ ‘হংকং’স ব্যাসিক ল’-এরও পরিপন্থী।’
‘হংকং’স ব্যাসিক ল’ বা হংকংয়ের মৌলিক আইন- ভূখণ্ডটির মিনি সংবিধান হিসেবে পরিচিত। ১৯৯৭ সালে ব্রিটেন হংকংয়ের দায়িত্ব চীনের কাছে হস্তান্তর করার সময় অঞ্চলটিতে এই আইন কার্যকর হয়েছিল। প্রাইস বলেন, ‘এই আইন বাস্তবায়ন করা হলে হংকংয়ের গণতান্ত্রিক প্রতিষ্ঠানগুলো ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হবে এবং এসব পদক্ষেপ মূলত অঞ্চলটির মৌলিক আইনে থাকা বিধানগুলোর পুরোপুরি বিপরীত।’ আর তাই আন্তর্জাতিক সম্প্রদায়ের আপত্তি বিবেচনায় নিয়ে মৌলিক আইন অনুযায়ী হংকংয়ের শাসনভার পরিচালনা করতে চীনের প্রতি আহ্বান জানান তিনি। তিনি বলেন, ‘যুক্তরাষ্ট্র হংকংয়ের মানুষের পাশে আছে। তারা কেবল তাদের অধিকারটাই চাচ্ছে, আর কিছু নয়। কিন্তু তারা বঞ্চিত হচ্ছে।’
উল্লেখ্য, শুক্রবার হংকংয়ের নির্বাচনী ব্যবস্থা ঢেলে সাজানোর ঘোষণা দেয় চীন। দেশটির দাবি- দেশপ্রেমিকদের হাতেই যেন হংকংয়ের দায়িত্ব থাকে; এটা নিশ্চিত করতেই এই সিদ্ধান্ত নেয়া হয়েছে। চীনের সবচেয়ে বড় রাজনৈতিক সমাবেশ ন্যাশনাল পিপলস কংগ্রেসের (এনপিসি) সম্মেলনে এই ঘোষণা দেয়া হয়।


আরো সংবাদ



premium cement
সখীপুরে সাংবাদিকের ওপর হামলাকারী সেই আ'লীগ নেতা কারাগারে ফরিদপুরে দুর্ঘটনায় মা-ছেলে নিহত, আহত বাবা-মেয়ে দিরাইয়ে বজ্রপাতে ২ জনের মৃত্যু বিশ্ববিদ্যালয়গুলোকে বিশ্বমানের পাঠ্যক্রম গ্রহণের আহ্বান রাষ্ট্রপতির বগুড়ায় পুলিশ পরিচয়ে ট্রাকভর্তি কলা ছিনতাই : গ্রেফতার ৪ ওয়ালটনের আদর্শ ও নীতিমালার পরিপন্থী নাটক প্রচার করায় বিজ্ঞাপনী প্রতিষ্ঠানকে আইনি নোটিশ, চুক্তি বাতিল স্নান করতে গিয়ে দূর্গাসাগর দীঘিতে ডুবে একজনের মৃত্যু ঢাকা-দিল্লি সম্পর্ককে লালন করে নতুন উদ্যমে এগিয়ে যেতে হবে : শ্রিংলা মানবতার কল্যাণে জীবন বাজি রেখে আন্দোলনে ভূমিকা রাখতে হবে : জামায়াত আমির আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে সংঘর্ষ, গুলিবিদ্ধসহ আহত ৭ ফিট তামিমকে যেকোনো ফরম্যাটের দলে চান বাংলাদেশ অধিনায়ক

সকল