২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০, ১৮ রমজান ১৪৪৫
`

ফিলিস্তিনি দুই নেতার আটকাদেশ বাড়ল

-

বিনা বিচারে দু’জন ফিলিস্তিনি কর্মকর্তার আটকাদেশ বাড়িয়েছে ইসরাইল। কথিত প্রশাসনিক আটকাদেশ আইনের আওতায় এ পদক্ষেপ নেয়া হয়েছে যে আইনে ফিলিস্তিনি বন্দীদেরকে বিনাবিচারে অনির্দিষ্টকালের জন্য আটক রাখা যায়। ফিলিস্তিনি তথ্য কেন্দ্র জানিয়েছে, ইসরাইলের একটি আদালত ফিলিস্তিনি কর্মকর্তা শেখ রায়েদ সালাহর আটকাদেশ ছয় মাসের জন্য বাড়িয়েছে।
জাবারকা বলেন, তার বিরুদ্ধে কোনো ধরনের ফৌজদারি অপরাধের অভিযোগ আনা সম্ভব হয়নি। ইসরাইলের আরেকটি আদালত ফিলিস্তিনের সাবেক কুদসবিষয়ক মন্ত্রী খালেদ আবু আরাফার আটকাদেশও চার মাসের জন্য বাড়িয়েছে।


আরো সংবাদ



premium cement