১৯ এপ্রিল ২০২৪, ০৬ বৈশাখ ১৪৩১, ০৯ শাওয়াল ১৪৪৫
`

মার্কিন নিষেধাজ্ঞার প্রতিশোধ নেয়ার হুমকি রাশিয়ার

নাভালনিকে বিষ প্রয়োগে হত্যা চেষ্টা
-

যুক্তরাষ্ট্র আরোপিত নতুন নিষেধাজ্ঞার বিরুদ্ধে বদলা নেয়ারও অঙ্গীকার করেছে ক্রেমলিন। মার্কিন সরকারের এ সিদ্ধান্তের বিরুদ্ধে ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানিয়ে রাশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয় একে ‘রুশবিরোধী মানসিকতাজনিত আকস্মিক আক্রমণের প্রমাণ’ বলে আখ্যা দিয়েছে। ওয়াশিংটনকে সতর্ক করে রুশ পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মারিয়া জাখারভ বলেছেন, ‘আগুন নিয়ে খেলবেন না।’
বিরোধী নেতা অ্যালেক্সি নাভালনিকে বিষ প্রয়োগে হত্যাচেষ্টার ঘটনায় মঙ্গলবার নতুন মার্কিন নিষেধাজ্ঞার মুখে পড়ে রাশিয়া। যুক্তরাষ্ট্রের ঊর্ধ্বতন কর্মকর্তারা জানিয়েছেন, রাসায়নিক উৎপাদনের সাথে জড়িত রাশিয়ার সাতজন সিনিয়র কর্মকর্তা এবং ১৪টি কোম্পানির ওপর এ নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। মস্কোর বিরুদ্ধে জো বাইডেন প্রশাসনের এটিই প্রথম কোনো উল্লেখযোগ্য পদক্ষেপ।
নিষেধাজ্ঞার প্রতিক্রিয়ায় রুশ পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মারিয়া জাখারভ বিবৃতিতে লিখেছেন, ‘এটি আমাদের অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ অব্যাহত রাখার একটি অজুহাত মাত্র। আমরা এটা বরদাস্ত করব না। আমরা পারস্পরিক নীতির ভিত্তিতে প্রতিক্রিয়া জানাব।’
জাখারভ আরো বলেন, নিষেধাজ্ঞায় তাদের কিছু যায় আসে না। এ ধরনের নিষেধাজ্ঞার প্রতি তার দেশ আগেও দৃষ্টিপাত করেনি, এবারো এর ব্যতিক্রম ঘটবে না। তবে যুক্তরাষ্ট্র চাইলে সংলাপের পথ খোলা আছে। নাভালনির ঘটনায় নিষেধাজ্ঞা আরোপের বিষয়টি আগেই আঁচ করতে পেরেছিল মস্কো। সোমবার এ নিয়ে কথা বলেন রাশিয়ার উপ পররাষ্ট্রমন্ত্রী সের্গেই রিয়াবকভ। তিনি বলেন, নাভালনিকে কেন্দ্র করে যদি যুক্তরাষ্ট্র ও ইউরোপীয় ইউনিয়ন মস্কোর বিরুদ্ধে নিষেধাজ্ঞা আরোপ করে তাহলে রুশ সরকারও পাল্টা ব্যবস্থা নেবে। তবে সবকিছুই নির্ভর করছে তাদের পদক্ষেপের ধরনের ওপর। সোমবার রুশ উপ পররাষ্ট্রমন্ত্রী সের্গেই রিয়াবকভ এ কথা বলেন। তিনি সুস্পষ্ট করে বলেন, মার্কিন ও ইউরোপীয় ইাউনিয়নের পদক্ষেপের বিরুদ্ধে ক্রেমলিন যেকোনো ব্যবস্থা নিতে পারে। তিনি বলেন, ‘আমরা জানি না কোন বিষয়টি ওয়াশিংটনের মনোভাবকে প্রভাবিত করবে। তবে আমাদের নীতি সুস্থির, বোধগম্য ও যৌক্তিক।’ রিয়াবকভ বলেন, ‘আমরা শেষ পর্যন্ত দেখব কী ঘটে। তারপর আমরা পরিস্থিতির মূল্যায়ন করব কিভাবে আমরা প্রতিক্রিয়া দেখাব।’
উল্লেখ্য, পশ্চিমারা প্রমাণ পেয়েছে বলে দাবি করেছে, নার্ভ গ্যাস প্রয়োগ করে বিরোধী নেতা নাভালনিকে হত্যার চেষ্টা করেছিল রুশ কর্তৃপক্ষ। তবে রাশিয়া শুরু থেকেই বলে আসছে, তারা নাভালনিকে বিষ প্রয়োগ করেনি। জার্মানিতে চিকিৎসায় সুস্থ হয়ে ২০২১ সালের ১৭ জানুয়ারি দেশে ফেরামাত্র বিমানবন্দরে তাকে গ্রেফতার করা হয়। পাঠিয়ে দেয়া হয় কারাগারে। নাভালনির মুক্তির দাবিতে রাজপথে নামে সমর্থকরা। এর মধ্যেই তাকে সাড়ে তিন বছরের কারাদণ্ড দেয় আদালত। এর প্রতিবাদে আয়োজিত বিক্ষোভ থেকে হাজার হাজার মানুষকে আটক করে সরকারি বাহিনীর সদস্যরা।


আরো সংবাদ



premium cement
তীব্র তাপপ্রবাহে বাড়ছে ডায়রিয়া হিটস্ট্রোক মাছ-ডাল-ভাতের অভাব নেই, মানুষের চাহিদা এখন মাংস : প্রধানমন্ত্রী মৌসুমের শুরুতেই আলু নিয়ে হুলস্থূল মধ্যস্বত্বভোগীদের কারণে মূল্যস্ফীতি পুরোপুরি নিয়ন্ত্রণ করা যাচ্ছে না এত শক্তি প্রয়োগের বিষয়টি বুঝতে পারেনি ইসরাইল রাখাইনে তুমুল যুদ্ধ : মর্টার শেলে প্রকম্পিত সীমান্ত বিএনপির কৌশল বুঝতে চায় ব্রিটেন ভারতের ১৮তম লোকসভা নির্বাচনের প্রথম দফার ভোট আজ নিষেধাজ্ঞার কারণে মিয়ানমারের সাথে সম্পৃক্ততায় ঝুঁকি রয়েছে : সেনাপ্রধান নির্বাচনকে প্রশ্নবিদ্ধ করার পাঁয়তারা চালাচ্ছে বিএনপি : কাদের রৌমারীতে বড়াইবাড়ী সীমান্তযুদ্ধ দিবস পালিত

সকল