১৯ এপ্রিল ২০২৪, ০৬ বৈশাখ ১৪৩১, ০৯ শাওয়াল ১৪৪৫
`

ইরাকের মার্কিন বিমানঘাঁটিতে ফের ক্ষেপণাস্ত্র হামলা

-

ইরাকের পশ্চিমাঞ্চলের আনবার প্রদেশের আইনুল আসাদ বিমানঘাঁটিতে অন্তত ১০টি রকেট হামলার ঘটনা ঘটেছে। তবে কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। ইরাকে মার্কিন নেতৃত্বাধীন জোটের মুখপাত্র কর্নেল ওয়েইন মারোট্টো এমন দাবি করেছেন। বুধবার সকাল ৭টা ২০ মিনিটে মার্কিন সেনাদের অবস্থান করা ওই বিমানঘাঁটিতে রকেট হামলা হয়েছে।
গত সপ্তাহে সিরিয়ায় ইরান-সংশ্লিষ্ট সামরিক স্থাপনায় মার্কিন হামলায় অন্তত ১৭ মিলিশিয়া নিহত হয়েছেন। এরপর প্রথম কোনো মার্কিন ঘাঁটিতে বুধবার হামলা হয়েছে। পোপ ফ্রান্সিসের ইরাক সফরের এক দিন আগে এ হামলার ঘটনা ঘটেছে। ইরাকি নিরাপত্তা বাহিনী বলছে, সকালে বিমানঘাঁটিতে ১০টি গ্রাড-টাইপ রকেট আঘাত হেনেছে। রকেটগুলো ইরানের আরাশ মডেলের। গত ১৬ ফেব্রুয়ারি উত্তর ইরাকে মার্কিন-নেতৃত্বাধীন বাহিনীর ওপর রকেট হামলায় একজন বেসামরিক ঠিকাদার মারা যান এবং একজন মার্কিন সেনা সদস্য আহত হন।

 


আরো সংবাদ



premium cement