২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১, ১৫ শাওয়াল ১৪৪৫
`

সম্পর্কের খাতিরেই সৌদি যুবরাজের ওপর নিষেধাজ্ঞা দেয়নি যুক্তরাষ্ট্র

যুবরাজের অনুগত বিশেষ বাহিনী বিলুপ্তির আহ্বান
-

নির্বাসিত সৌদি সাংবাদিক ও যুক্তরাষ্ট্রের সংবাদপত্র ওয়াশিংটন পোস্টের কলাম লেখক জামাল খাশোগিকে হত্যায় সৌদি আরবের ডি ফ্যাক্টো শাসক ও যুবরাজ এমবিএস বা মুহাম্মদ বিন সালমানের বিরুদ্ধে শাস্তিমূলক কোনো পদক্ষেপ না নেয়ার বিষয়ে ব্যাখ্যা দিয়েছে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দফতর। সোমবার মন্ত্রণালয়ের মুখপাত্র নেড প্রাইস এক সংবাদ সম্মেলনে বাইডেন প্রশাসনের এই সিদ্ধান্তের বিষয়ে ব্যাখ্যা দেন। নেড প্রাইস বলেন, ‘আমরা মার্কিন-সৌদি সম্পর্ককে সঠিক পথে নিয়ে আসতে কাজ করছি।’
বাইডেন প্রশাসন সৌদি আরবের সাথে ‘সম্পর্কচ্ছেদ’ নয় বরং ‘সম্পর্কের পুনর্বিন্যাস’ চায় বলে জানান প্রাইস। তিনি বলেন, যদি বাইডেন প্রশাসন মুহাম্মদ বিন সালমানকে নিষেধাজ্ঞার মধ্যে ফেলে ‘আরো কঠোর ও নাটকীয়’ পদক্ষেপ নেয়, তবে ওয়াশিংটন রিয়াদের ওপর প্রভাব হারাবে। প্রাইস বলেন, ‘এই অঞ্চলে রিয়াদের সিদ্ধান্তের বিপুলভাবে প্রয়োগ ঘটে।’ তিনি বলেন, বাইডেন প্রেসিডেন্টের দায়িত্ব নেয়ার পর থেকেই রিয়াদ ‘সঠিক লক্ষ্যে পা ফেলছে’।
জামাল খাশোগিকে হত্যায় সম্পৃক্ত থাকার অভিযোগে যুবরাজ মুহাম্মদ বিন সালমানের অনুগত সৌদি রয়্যাল গার্ডের বিশেষ এক বাহিনীকে বিলুপ্ত করার আহ্বান জানিয়েছে যুক্তরাষ্ট্র। সোমবার যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দফতরের মুখপাত্র এই আহ্বান করেন। মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র নেড প্রাইস বলেন, ‘সৌদি রয়্যাল গার্ডের ইউনিট র্যাপিড ইন্টারভেনশন ফোর্সের বিষয়ে আমরা অবগত আছি, যারা ভিন্নমতাবলম্বীদের দমনের সাথে যুক্ত, যার ফলে জামাল খাশোগির নিষ্ঠুর হত্যাকাণ্ড ঘটেছে।’


আরো সংবাদ



premium cement