২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১, ১৪ শাওয়াল ১৪৪৫
`
যুক্তরাষ্ট্র-ইরান আলোচনার ব্যাপারে এখনো আশাবাদী বোরেল

আইএইএতে ইরানবিরোধী প্রস্তাব পাস হবে অগঠনমূলক : আরাকচি

-

ইরানের উপপররাষ্ট্রমন্ত্রী সাইয়েদ আব্বাস আরাকচি বলেছেন, আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থার নির্বাহী বোর্ডে তার দেশের বিরুদ্ধে প্রস্তাব পাস করা হবে অগঠনমূলক ও কূটনীতির জন্য হুমকি। তিনি সোমবার সন্ধ্যায় অস্ট্রিয়ার ইউরোপ ও আন্তর্জাতিক বিষয়ক মন্ত্রণালয়ের সচিব পিটার লাউনিস্কির সাথে এক ভার্চুয়াল বৈঠকে এ মন্তব্য করেন। বৈঠকে দুই কূটনীতিক ইরানের পরমাণু সমঝোতাবিষয়ক সর্বশেষ পরিস্থিতি নিয়ে বিস্তারিত আলোচনা করেন। এ সময় আরাকচি বলেন, তার দেশের পরমাণু সমঝোতায় পুরোপুরি ফিরে যাওয়া নির্ভর করছে ইরানের ওপর থেকে যুক্তরাষ্ট্রের বেআইনি নিষেধাজ্ঞা প্রত্যাহার করার ওপর।যুক্তরাষ্ট্র পরমাণু সমঝোতা থেকে বেরিয়ে যাওয়ার পর থেকে এখন পর্যন্ত ইউরোপীয় দেশগুলো এই সমঝোতা রক্ষা করার জন্য বিন্দুমাত্র প্রচেষ্টা না চালানোয় আরাকচি ইউরোপের তীব্র সমালোচনা করেন। ইরানের উপপররাষ্ট্রমন্ত্রী বলেন, আইএইএ’তে তার দেশের বিরুদ্ধে যেকোনো প্রস্তাব পাসের অর্থ হবে কূটনৈতিক প্রচেষ্টাকে স্থবির করে দেয়া। ভার্চুয়াল বৈঠকে পিটার লাউনেস্কি পরমাণু সমঝোতা রক্ষা করা নিয়ে সৃষ্ট সঙ্কট সমাধানে সব রকম সহযোগিতা করার আশ্বাস দিয়েছেন।
এ দিকে ইরানের পরমাণু সমঝোতার সবগুলো পক্ষ ও যুক্তরাষ্ট্রকে নিয়ে অবিলম্বে আলোচনায় বসতে চান ইউরোপীয় ইউনিয়নের পররাষ্ট্রনীতিবিষয়ক প্রধান কর্মকর্তা জোসেপ বোরেল। বোরেলের মুখপাত্র পিটার স্ট্যানো সোমবার ব্রাসেলসে এক সংবাদ সম্মেলনে এ কথা জানান। বোরেলের একই প্রস্তাবের ব্যাপারে ইরানের প্রতিক্রিয়াসংক্রান্ত এক প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।


আরো সংবাদ



premium cement