২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১, ১৫ শাওয়াল ১৪৪৫
`

মার্কিন পররাষ্ট্রমন্ত্রী হিসেবে সিনেটে অনুমোদন পেলেন ব্লিংকেন

-

প্রেসিডেন্টে জো বাইডেনের প্রশাসনের পররাষ্ট্রমন্ত্রী হিসেবে অভিজ্ঞ কূটনীতিক অ্যান্টনি ব্লিংকেনের নিয়োগ নিশ্চিত করেছে যুক্তরাষ্ট্র সিনেট। মঙ্গলবার মার্কিন কংগ্রেসের ১০০ সদস্যের উচ্চকক্ষের ভোটাভুটিতে ব্লিংকেনের নিয়োগের পক্ষে ৭৮ ভোট পড়ে, বিপক্ষে পড়ে ২২ ভোট। ডেমোক্র্যাট নিয়ন্ত্রিত সিনেটে অল্প ব্যবধানে সংখ্যাগরিষ্ঠতা পেলেই ব্লিংকেনের নিয়োগ নিশ্চিত হতো।
এ দিনের পরবর্তী কোনো সময়ে যুক্তরাষ্ট্রের শীর্ষ কূটনীতিক হিসেবে ব্লিংকেন শপথ নিতে পারেন। এর আগে যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট বারাক ওবামার প্রশাসনে সহকারী পররাষ্ট্রমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেছিলেন তিনি। জো বাইডেন তখন ভাইস প্রেসিডেন্ট ছিলেন। ব্লিংকেন দীর্ঘ দিন ধরেই বাইডেনের আস্থাভাজনদের একজন ছিলেন।


আরো সংবাদ



premium cement