২০ এপ্রিল ২০২৪, ০৭ বৈশাখ ১৪৩১, ১০ শাওয়াল ১৪৪৫
`

ট্রাম্প ক্ষমতায় নেই তাই অভিযোগ শুনতে নারাজ সুপ্রিম কোর্ট

-

ক্ষমতায় নেই তাই সদ্য সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বিরুদ্ধে অভিযোগ শুনবেন না মার্কিন সুপ্রিম কোর্ট। স্থানীয় সময় সোমবার মার্কিন সুপ্রিম কোর্ট এ অস্বীকৃতি জানান। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট বিদেশী সরকার থেকে মুনাফা করতে পারবেন না। এ বিষয়ে দেশটির সংবিধানে বিধি আছে। বিধিটি ট্রাম্প লঙ্ঘন করেছেন কি না- সে বিষয়েই অভিযোগটি তোলা হয়েছিল। মার্কিন সুপ্রিম কোর্ট অভিযোগ শুনতে শুধু অস্বীকৃতি জানিয়েছেন, তা নয়। ট্রাম্পের বিরুদ্ধে দেয়া মতামত মুছে ফেলতে নিম্ন আদালতকেও নির্দেশ দিয়েছেন। কারণ ট্রাম্প আর ক্ষমতায় নেই।
উল্লেখ্য, যুক্তরাষ্ট্রে সাধারণত সাবেক প্রেসিডেন্টদের বিচার হয় না। যদিও ট্রাম্পের ক্ষেত্রে এর ব্যত্যয় ঘটছে। তাকে চলতি জানুয়ারি মাসেই দ্বিতীয়বারের মতো অভিশংসিত করে মার্কিন কংগ্রেসের নিম্নকক্ষ প্রতিনিধি পরিষদ।


আরো সংবাদ



premium cement