২০ এপ্রিল ২০২৪, ০৭ বৈশাখ ১৪৩১, ১০ শাওয়াল ১৪৪৫
`

চীনে বাড়ছে বিদেশী বিনিয়োগ

-

যুক্তরাষ্ট্রকে টপকে নতুন সরাসরি বিদেশী বিনিয়োগের জন্য বিশ্বের শীর্ষ গন্তব্য হয়ে দাঁড়িয়েছে চীন।গত রোববার জাতিসঙ্ঘের প্রকাশ করা পরিসংখ্যানে এমনটি দেখা গেছে। গত বছর যুক্তরাষ্ট্রে বিদেশী কোম্পানিগুলোর নতুন বিনিয়োগ প্রায় অর্ধেকে নেমে গেছে, এতে দেশটি নিজের এক নম্বর স্থান হারায়।
একই সময় চীনের প্রতিষ্ঠানগুলোতে নতুন সরাসরি বিনিয়োগের পরিমাণ চার শতাংশ বেড়েছে বলে জাতিসঙ্ঘের পরিসংখ্যানগুলো দেখিয়েছে, এতে দেশটি বিশ্বের এক নম্বর স্থানে উঠে আসে। র্যাংকিংয়ের এই শীর্ষে অবস্থান বিশ্ব অর্থনীতির মঞ্চে চীনের বাড়তে থাকা প্রভাব প্রদর্শন করছে।
গত বছর চীনে ১৬৩ বিলিয়ন ডলারের নতুন সরাসরি বিদেশী বিনিয়োগ গিয়েছে আর যুক্তরাষ্ট্রে গিয়েছে ১৩৪ বিলিয়ন ডলারের। এর আগের বছর ২০১৯ সালে যুক্তরাষ্ট্র ২৫১ বিলিয়ন ডলারের নতুন বিনিয়োগ পেয়েছিল আর চীন পেয়েছিল ১৪০ বিলিয়ন ডলারের। তবে নতুন বিদেশী বিনিয়োগের ক্ষেত্রে চীন এক নম্বর হলেও মোট বিদেশী বিনিয়োগের ক্ষেত্রে যুক্তরাষ্ট্র এখনো আধিপত্য ধরে রেখেছে।


আরো সংবাদ



premium cement