২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১, ১৫ শাওয়াল ১৪৪৫
`

অস্ত্র নিয়ন্ত্রণ চুক্তির মেয়াদ বাড়াতে রাশিয়ার প্রতি ন্যাটোর আহ্বান

-

যুক্তরাষ্ট্রের সাথে স্বাক্ষরিত অস্ত্র নিয়ন্ত্রণ চুক্তির মেয়াদ বাড়াতে রাশিয়ার প্রতি আহ্বান জানিয়েছে পশ্চিমা সামরিক জোট ন্যাটো। গত শুক্রবার জর্জিয়ার প্রেসিডেন্ট সালম জোউরাবিচভিলি-এর সাথে এক যৌথ সংবাদ সম্মেলনে এ আহ্বান জানান ন্যাটো প্রধান জেন্স স্টলটেনবার্গ।
এর আগে জো বাইডেনের নেতৃত্বাধীন যুক্তরাষ্ট্রের নতুন প্রশাসন জানায়, রাশিয়ার সাথে যুক্তরাষ্ট্রের স্বাক্ষরিত নিউ স্টার্ট (স্ট্র্যাটেজিক আর্মস রিডাকশান ট্রিটি) নামক অস্ত্র নিয়ন্ত্রণ চুক্তির মেয়াদ আরো পাঁচ বছর বাড়ানোর উদ্যোগ নেয়া হচ্ছে।
গত বৃহস্পতিবার হোয়াইট হাউজের প্রেস সেক্রেটারি জেন সাকি বলেছেন, ‘নিউ স্টার্ট ট্রিটিকে যুক্তরাষ্ট্রের জাতীয় নিরাপত্তার স্বার্থে গুরুত্বপূর্ণ মনে করেন প্রেসিডেন্ট বাইডেন। রাশিয়ার সাথে এখনকার বাজে সম্পর্কের মধ্যে এই মেয়াদ বাড়ানো আরো জরুরি হয়ে পড়েছে।’ বাইডেন প্রশাসনের এমন বক্তব্যের একদিনের মাথায় শুক্রবার যুক্তরাষ্ট্রের অবস্থানের প্রতি সমর্থনের কথা জানায় ন্যাটো। একইসাথে হোয়াইট হাউজের প্রস্তাবে ইতিবাচক সাড়া দিয়ে চুক্তির মেয়াদ বাড়াতে মস্কোর প্রতি আহ্বান জানান ন্যাটো প্রধান জেন্স স্টলটেনবার্গ।
জেন্স স্টলটেনবার্গ বলেন, চুক্তির মেয়াদ বাড়ানোর ব্যাপারে বাইডেন প্রশাসনের ঘোষণা এবং তাদের সদিচ্ছাকে আমি স্বাগত জানাই। আমাদের একটা চুক্তিহীন পরিস্থিতিতে চলে যাওয়া উচিত নয় যেখানে পারমাণবিক ওয়ারহেডের সংখ্যার ওপর কোনো সীমাবদ্ধতা নেই। রাশিয়া অবশ্য ইতঃপূর্বে পরমাণু চুক্তির মেয়াদ বাড়ানোর জন্য একাধিকবার যুক্তরাষ্ট্রকে অনুরোধ জানিয়েছে।
তবে তৎকালীন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বারবার সেই অনুরোধ খারিজ করে দিয়েছেন। শেষের দিকে অবশ্য তিনি চুক্তির মেয়াদ বাড়াতে চাইলেও তখন আর রাশিয়া যুক্তরাষ্ট্রের শর্ত মানতে রাজি হয়নি। তবে বাইডেন ক্ষমতায় আসার পর ক্রেমলিন জানিয়েছে, পরমাণু অস্ত্র নিয়ন্ত্রণ যুক্তির মেয়াদ বাড়াতে নতুন মার্কিন প্রশাসন চুক্তি স্বাক্ষরে এগিয়ে এলে মস্কো তাকে স্বাগত জানাবে।


আরো সংবাদ



premium cement
ঝিনাইদহ প্রেসক্লাবের সাবেক সভাপতি মিজানুরের ইন্তেকাল থাইল্যান্ডের রাজা-রাণীর সাথেপ্রধানমন্ত্রীর সৌজন্য সাক্ষাৎ গ্যাস বিতরণে সিস্টেম লস ২২ শতাংশ থেকে সাড়ে ৭ শতাংশে নেমে এসেছে : নসরুল হামিদ গণকবরে প্রিয়জনদের খোঁজ কক্সবাজারে ভুল চিকিৎসায় প্রসূতির মৃত্যু, স্বজনদের হাসপাতাল ঘেরাও বঙ্গোপসাগরে ১২ নাবিকসহ কার্গো জাহাজডুবি ভারত-প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে বাংলাদেশকে ‘নেট সিকিউরিটি প্রোভাইডার’ হিসেবে দেখতে চায় যুক্তরাষ্ট্র রাজশাহীতে তাপমাত্রা ৪১ দশমিক ৮ ডিগ্রি রাজশাহীতে টানা তাপদাহ থেকে বাঁচতে বৃষ্টির জন্য কাঁদলেন মুসল্লিরা শরীয়তপুরে তৃষ্ণার্ত মানুষের মাঝে পানি ও খাবার স্যালাইন বিতরণ জামায়াতের এক শ্রেণিতে ৫৫ জনের বেশি শিক্ষার্থী নয় : শিক্ষা প্রতিমন্ত্রী

সকল