২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০, ১৮ রমজান ১৪৪৫
`

চীনে দুই সপ্তাহ পর ১১ খনি শ্রমিক উদ্ধার

-

চীনে সোনার খনিতে ১৪ দিন আটকে থাকার পর উদ্ধারকারীরা ১১ শ্রমিককে বের করে আনতে সক্ষম হয়েছেন। চীনের রাষ্ট্রায়ত্ত গণমাধ্যম সিসিটিভি জানিয়েছে, রোববার সকালে খনির একটি শ্যাফট থেকে প্রথম শ্রমিককে তুলে আনা হয়। ফুটেজে দেখা গেছে, উদ্ধার করা এই শ্রমিকের চোখ কালো কাপড়ে ঢেকে রাখা হয়েছে। উদ্ধার পাওয়া এই শ্রমিকের শারীরিক অবস্থা অত্যন্ত দুর্বল ছিল বলে সিসিটিভি জানিয়েছে। প্রায় সাড়াহীন ওই লোককে ভারী কম্বলে জড়িয়ে ধরাধরি করে অ্যাম্বুলেন্সে তুলে হাসপাতালে নিয়ে যান উদ্ধারকারীরা।
পরে খনির আরেকটি অংশ থেকে আরো তিন শ্রমিককে উদ্ধার করা হয়। এদের মধ্যে একজন আহত ছিলেন। বিকেলের দিকে দুই ধাপে ওই একই অংশ থেকে আরো সাত শ্রমিককে তুলে আনা হয়।


আরো সংবাদ



premium cement