২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০, ১৮ রমজান ১৪৪৫
`
অভ্যন্তরীণ সন্ত্রাসবাদের হুমকি

ওয়াশিংটনে মার্চ পর্যন্ত থাকছে ৭ হাজার সৈন্য

-

মার্কিন ক্যাপিটলে গত ৬ ডিসেম্বর হামলার পর পুনরায় সহিংসতার আশঙ্কায় ওয়াশিংটনজুড়ে ‘গ্রিন জোন’ তৈরি করে মোতায়েন করা হয় মার্কিন সামরিক বাহিনীর ২৬ হাজার সৈন্য। ২১ জানুয়ারি নবনির্বাচিত প্রেসিডেন্ট জো বাইডেনের শপথ গ্রহণের পর ১৫ হাজার ৪০০ সৈন্যকে ফেরত পাঠানো হয়েছে।
স্থানীয় আইনপ্রয়োগকারী সংস্থার অনুরোধে মার্চ পর্যন্ত বাকি সাত হাজার সৈন্য ওয়াশিংটনে অবস্থান করবেন বলে জানা গেছে। হোয়াইট হাউজের প্রেস সেক্রেটারি জেন পাকাসি শুক্রবার প্রেস ব্রিফিংয়ে জানিয়েছেন, জো বাইডেন জাতীয় নিরাপত্তা সংস্থাকে এফবিআই এবং স্বরাষ্ট্র নিরাপত্তা বিভাগের সাথে সমন্বয় করে অভ্যন্তরীণ সন্ত্রাসবাদ ও চরমপন্থী হামলার হুমকি পর্যালোচনা করার নির্দেশ দিয়েছেন।
শনিবার মার্কিন ফার্স্ট লেডি জিল বাইডেন হোয়াইট হাউজ থেকে বের হয়ে ক্যাপিটলে নিরাপত্তা দেয়া সৈন্যদের সাথে কুশল বিনিময় করেন এবং নিরাপত্তা প্রদান করার জন্য তাদের ধন্যবাদ জানান। সেই সাথে তাদের ‘ধন্যবাদ জ্ঞাপনমূলক উপহার’ ও নিজ হাতে রান্না করা খাবারও দেন ফার্স্ট লেডি। নিউ হ্যাম্পশায়ার ও ফ্লোরিডাসহ কিছু অঙ্গরাজ্যের গর্ভনর কিছু সৈন্যকে ফেরত নেয়ার নির্দেশ দিয়েছেন।

 


আরো সংবাদ



premium cement