২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০, ১৮ রমজান ১৪৪৫
`

চাঁদা পরিশোধ না করলে জাতিসঙ্ঘের সদস্যপদ হারাবে ইরানসহ ৯ দেশ

-

জাতিসঙ্ঘ মহাসচিব অ্যান্তোনিও গুতেরেস বলেছেন, ইরান ও আফ্রিকার ৯টি দেশ তাদের চাঁদা পরিশোধ করেনি। ইরানের কাছে সদস্যপদের চাঁদা হিসেবে এক কোটি ৬০ লাখ ডলারের বেশি পাওনা রয়েছে জাতিসঙ্ঘের। সোমবার নিউ ইয়র্কে এক বক্তব্যে এ কথা বলেন গুতেরেস।
তিনি বলেন, চাঁদা পরিশোধ না করলে এসব দেশ সাধারণ পরিষদে তাদের সদস্যপদ হারাবে। গুতেরেস সোমবার জাতিসঙ্ঘ সাধারণ পরিষদের ৭৫তম অধিবেশনের সভাপতি ভলক্যান বোজকিরের কাছে লেখা এক চিঠিতে এই ১০ দেশের কাছে জাতিসঙ্ঘের পাওনা অর্থের পরিমাণও জানিয়েছেন। এতে ইরানের কাছে পাওনা ধরা হয়েছে এক কোটি ৬২ লাখ ৫১ হাজার ২৯৮ ডলার।
জাতিসঙ্ঘ মহাসচিবের এই বক্তব্যের একদিন আগে ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র সাঈদ খতিবজাদেহ রোববার সাংবাদিকদের জানান, ইরানের আর্থিক লেনদেনের ওপর যুক্তরাষ্ট্রের কঠোর নিষেধাজ্ঞা সত্ত্বেও সামান্য যে দু’একটি চ্যানেল চালু ছিল তা ব্যবহার করে তেহরান বিগত বছরগুলোতে জাতিসঙ্ঘের বার্ষিক চাঁদা পরিশোধ করেছে। কিন্তু ২০২০ সালে মার্কিন নিষেধাজ্ঞা অত্যন্ত কঠোর হওয়ার কারণে আগের চ্যানেলগুলো ব্যবহার করে অর্থ পরিশোধ করা সম্ভব হয়নি।


আরো সংবাদ



premium cement