২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১, ১৫ শাওয়াল ১৪৪৫
`

যুক্তরাষ্ট্রে সাংবাদিকদের ওপর হামলা বাড়ছে

-

যুক্তরাষ্ট্রে সাংবাদিকদের ওপর হামলার ঘটনা বাড়ছে। বিশেষ করে বিক্ষোভের সময় অনেক সাংবাদিকই হামলার শিকার হন। গত ৬ জানুয়ারিও ক্যাপিটল হিলে হামলার সময় কয়েকজন সাংবাদিক আক্রান্তের শিকার হন। এমনকি তাদের প্রয়োজনীয় যন্ত্রপাতিও নষ্ট করে ফেলা হয়। গত ৬ জানুয়ারি কংগ্রেস ভবন ক্যাপিটল হিলে কংগ্রেসের যৌথ অধিবেশন চলাকালে হামলা চালায় প্রেসিডেন্ট ট্রাম্পের সমর্থকরা। এ সময় ছবি তোলার চেষ্টা করেন এপির ফটোগ্রাফার জন মিনচিলো। সাথে সাথেই বিক্ষোভকারীরা তার ওপর হামলা চালায়। 

কয়েকজন মিলে তাকে মাটিতে ফেলে দেয় এবং তার ক্যামেরা কেড়ে নেয়। এরপর তাকে ছবি না তোলার হুমকি দেয়া হয়। এমনকি হত্যা করা হবে বলেও হুমকি দেয় বিক্ষোভকারীরা। ইউএস প্রেস ফ্রিডম ট্র্যাকার জানিয়েছে, ৬ জানুয়ারি ৯ জন সাংবাদিক হামলার শিকার, পাঁচজনকে গ্রেফতার এবং কয়েকজনকে আটকের ঘটনাও ঘটেছে। এ ছাড়া অনেক সাংবাদিকের যন্ত্রপাতি কেড়ে নেয়া বা ধ্বংস করার ঘটনা ঘটেছে। 

 


আরো সংবাদ



premium cement