২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১, ১৫ শাওয়াল ১৪৪৫
`

ইরানের বিজ্ঞানী হত্যায় ভূমিকার অভিযোগ সৌদির অস্বীকার

-

ইরানের শীর্ষ পরমাণুবিজ্ঞানী মোহসেন ফাখরিজাদেহ হত্যাকাণ্ডে কোনো ধরনের ভূমিকা থাকার কথা অস্বীকার করেছে সৌদি আরব। ফাখরিজাদেহ হত্যায় রিয়াদের ভূমিকা থাকার বিষয়ে ইরানের পররাষ্ট্রমন্ত্রীর দেয়া ইঙ্গিতের সমালোচনা করেছেন সৌদি আরবের পররাষ্ট্র প্রতিমন্ত্রী।
ইরানের পররাষ্ট্রমন্ত্রী মোহাম্মদ জাওয়াদ জারিফ গত সোমবার ইনস্টাগ্রামে বলেন, সৌদি আরবের যুবরাজ মোহাম্মদ বিন সালমান ও ইসরাইলের প্রধানমন্ত্রী বেনজামিন নেতানিয়াহুর মধ্যকার গোপন বৈঠক ফাখরিজাদেহ হত্যায় ভূমিকা রেখেছে। ওই বৈঠক ছিল একটি ষড়যন্ত্র।
গত মাসে মোহাম্মদ বিন সালমান ও নেতানিয়াহুর মধ্যে একটি গোপন বৈঠক হয় বলে গণমাধ্যমে খবর আসে। তবে এমন কোনো বৈঠকের কথা অস্বীকার করেছে রিয়াদ। সৌদি আরবের পররাষ্ট্র প্রতিমন্ত্রী আদেল আল জুবেইর টুইটারে লিখেছেন, ইরানে যেকোনো নেতিবাচক ঘটনার জন্য সৌদিকে দোষ দিতে মরিয়া থাকেন দেশটির পররাষ্ট্রমন্ত্রী জারিফ।

 


আরো সংবাদ



premium cement