১৬ এপ্রিল ২০২৪, ০৩ বৈশাখ ১৪৩১, ০৬ শাওয়াল ১৪৪৫
`

কৃষকদের আলোচনায় বসতে আমন্ত্রণ মোদি সরকারের

-

ভারতে নতুন কৃষি আইন বাতিলের দাবিতে আন্দোলনরত কৃষকদের আলোচনার বসার আমন্ত্রণ জানিয়েছে দেশটির সরকার। ভারতের কৃষি মন্ত্রণালয়ের সবচেয়ে সিনিয়র কর্মকর্তা সঞ্জয় আগারওয়াল ৩২টি কৃষক সংগঠনের কাছে পাঠানো চিঠিতে গতকাল মঙ্গলবার সরকারের মন্ত্রী ও কর্মকর্তাদের সাথে বৈঠকে যোগ দেয়ার জন্য কৃষকদের প্রতি আহ্বান জানিয়েছেন। বিরোধী দলের চরম আপত্তির পরও কৃষিসংস্কার নিয়ে তিনটি বিল ভারতের পার্লামেন্টে পাস হওয়ার পর গত সেপ্টেম্বরে রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ বিল তিনটি সই করলে সেগুলো আইনে পরিণত হয়। ওই তিনটি আইনের একটির অধীনে সরকার ন্যায্যমূল্যে সরাসরি কৃষকদের কাছ থেকে ফসল কেনা বন্ধ করে দিতে পারবে। যার ফলে পাইকারি বাজারে চরম বিশৃঙ্খলা দেখা দেবে বলে আশঙ্কা কৃষকদের। তাদের ভয়, ওই আইনের ফলে ফসলের দাম নির্ধারণের ক্ষমতা বড় বড় ব্যবসায়ী ও কোম্পানির হাতে চলে যাবে, কৃষকদের হাতে কোনো ক্ষমতাই থাকবে না। তাই তারা ওই আইনগুলো বাতিলের দাবিতে রাজধানী দিল্লির উপকণ্ঠে অবস্থান নিয়ে বিক্ষোভ করছেন। নগরীর প্রবেশপথগুলো অবরোধ করে রেখেছেন তারা। এর আগে আন্দোলনরত কৃষকদের ৩ ডিসেম্বর আলোচনায় বসার আমন্ত্রণ জানিয়েছিল সরকার। কিন্তু প্রবল ঠাণ্ডা ও করোনাভাইরাস মহামারী পরিস্থিতি বিবেচনায় আলোচনার দিন এগিয়ে আনা হয়েছে বলে ভারতের কৃষি ও খামার উন্নয়ন মন্ত্রী নরেন্দ্র সিংহ তোমার জানিয়েছেন। সোমবার স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের সাথে কৃষিমন্ত্রীর আলোচনার পরই বৈঠকের দিন এগিয়ে আনার সিদ্ধান্ত হয়। কিন্তু কৃষক আন্দোলনের নেতাদের দাবি, কয়েকটি নয় বরং দেশের সব কৃষক সংগঠনের সাথে আলোচনায় বসুক সরকার। ভারতজুড়ে ৫০০টিরও বেশি কৃষক সংগঠন আছে বলে জানিয়েছেন তারা। শুরুতে সরকার পুলিশ দিয়ে আন্দোলন দমনের চেষ্টা করেছিল। পরে শক্তি প্রয়োগের পথ থেকে সরে আসে। এরপর কৃষকদের বিক্ষোভ দেখাতে দিল্লির বুবারির মাঠে যেতে বলা হলে আন্দোলনকারীরা তা অগ্রাহ্য করেন। পাঁচ দিন ধরে প্রবল ঠাণ্ডার মধ্যে দিল্লির বিভিন্ন সীমানায় অবস্থান নিয়ে শান্তিপূর্ণ প্রতিবাদ করছেন তারা। সোমবার গভীর রাতে প্রচণ্ড ঠাণ্ডায় শারীরিক অবস্থার অবনতি হয়ে এক কৃষকের মৃত্যু হয়েছে বলে জানিয়েছে আনন্দবাজার পত্রিকা।


আরো সংবাদ



premium cement
ফরিদপুরে দুর্ঘটনায় মা-ছেলে নিহত, আহত বাবা-মেয়ে দিরাইয়ে বজ্রপাতে ২ জনের মৃত্যু বিশ্ববিদ্যালয়গুলোকে বিশ্বমানের পাঠ্যক্রম গ্রহণের আহ্বান রাষ্ট্রপতির বগুড়ায় পুলিশ পরিচয়ে ট্রাকভর্তি কলা ছিনতাই : গ্রেফতার ৪ ওয়ালটনের আদর্শ ও নীতিমালার পরিপন্থী নাটক প্রচার করায় বিজ্ঞাপনী প্রতিষ্ঠানকে আইনি নোটিশ, চুক্তি বাতিল স্নান করতে গিয়ে দূর্গাসাগর দীঘিতে ডুবে একজনের মৃত্যু ঢাকা-দিল্লি সম্পর্ককে লালন করে নতুন উদ্যমে এগিয়ে যেতে হবে : শ্রিংলা মানবতার কল্যাণে জীবন বাজি রেখে আন্দোলনে ভূমিকা রাখতে হবে : জামায়াত আমির আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে সংঘর্ষ, গুলিবিদ্ধসহ আহত ৭ ফিট তামিমকে যেকোনো ফরম্যাটের দলে চান বাংলাদেশ অধিনায়ক বিকেবি ও রাকাব একীভূতকরণের প্রতিবাদে রাজশাহীতে মানববন্ধন

সকল