১৮ এপ্রিল ২০২৪, ০৫ বৈশাখ ১৪৩১, ০৮ শাওয়াল ১৪৪৫
`

ফ্রান্সে গির্জায় ছুরি হামলায় নিহত ৩

-

ফ্রান্সের নিস শহরের একটি গির্জায় হামলা চালিয়ে একজন নারীসহ তিনজনকে হত্যা করেছে এক হামলাকারী। সে ছুরি দিয়ে ওই নারীর শিরñেদ করে ফেলে বলে জানিয়েছে পুলিশ। নিস শহরের মেয়র এটিকে সন্ত্রাসবাদী হামলা বলে বর্ণনা করেছেন। নিসের মেয়র খ্রিশ্চ এস্থুজি টুইটারে জানিয়েছেন, শহরের নতর-দাম গির্জার ভিতরে অথবা কাছে ছুরি হামলার ঘটনাটি ঘটেছে আর পুলিশ হামলাকারীকে আটক করেছে। হামলাকারী ‘আল্লাহু আকবার’ বলে চিৎকার করছিল বলে জানিয়েছেন তিনি। গির্জার ভিতরে নিহতদের মধ্যে একজনকে গির্জারটির ওয়ার্ডেন বলে মনে করা হচ্ছে বলেও জানিয়েছেন তিনি।
এস্থুজি জানান, হামলাকারীকে আটক করার পরও সে ‘আল্লাহু আকবার’ বলে চিৎকার করে যাচ্ছিল। সাংবাদিকদের তিনি বলেন, ‘আটক করার সময় সন্দেহভাজন ছুরি হামলাকারীকে গুলি করে পুলিশ, সে বেঁচে আছে, তাকে হাসপাতালে নেয়া হচ্ছে।’ এস্থুজি আরো বলেন, ‘অনেক হয়েছে। আমাদের অঞ্চল থেকে ইসলামো-ফ্যাসিবাদ মুছে ফেলার জন্য এবার শান্তির আইন থেকে ফ্রান্সের সরে আসার সময় হয়েছে।’ চলতি মাসের প্রথম দিকে প্যারিসের শহরতলিতে প্রকাশ্য দিবালোকে এক শিক্ষককে হত্যার ঘটনার ধরনের সাথে ‘কোনো সন্দেহ ছাড়াই’ এ ঘটনার ধরনও মিলে গেছে বলে মন্তব্য করেছেন তিনি। পুলিশ জানিয়েছে, এই হামলায় তিনজন নিহত ও বেশ কয়েকজন আহত হয়েছেন। একজন নারীর শিরñেদ করা হয়েছে বলে নিশ্চিত করেছেন এক পুলিশ কর্মকর্তা। ওই হামলায় একটি শিরñেদের ঘটনা ঘটেছে, ফ্রান্সের রাজনীতিবিদ ম্যারিন লু পেনও এমনটি জানিয়েছেন। ফ্রান্সের সন্ত্রাসবিরোধী কৌঁসুলির দফতর জানিয়েছে, তাদের হামলার ঘটনাটি তদন্ত করার নির্দেশ দেয়া হয়েছে।


আরো সংবাদ



premium cement