১৯ এপ্রিল ২০২৪, ০৬ বৈশাখ ১৪৩১, ০৯ শাওয়াল ১৪৪৫
`

মুহাম্মদকে ভালোবাসি লেখা মাস্ক পরে পার্লামেন্টে কসোভোর এমপি

-

কসোভোর একজন এমপি মহানবী সা:-এর অবমাননার প্রতিবাদে অংশগ্রহণ করে ‘আমি মুহাম্মদকে ভালোবাসি’ লেখা মাস্ক পরে পার্লামেন্ট অধিবেশনে অংশগ্রহণ করেছেন। সেল্ফ ডিটারমিনেশন মুভমেন্টের সদস্য ইমান আর রহমানি গত রোববার কসোভো পার্লামেন্টের সাধারণ অধিবেশনে অংশগ্রহণ করেন।
এমন মাস্ক পরিধান করার দু’টি কারণ উল্লেখ করে আর রহমানি বলেন, ‘ফ্রান্সে নিযুক্ত কসোভার রাষ্ট্রদূত ক্যান্ড্রিম গাসি মহানবী মুহাম্মদ সা:-এর ব্যঙ্গচিত্রসংবলিত একটি অগ্রহণযোগ্য রিপোর্ট বিতরণ করেছেন। কিন্তু আমাদের প্রতিষ্ঠান তার এ কাজের কোনো প্রতিবাদ করেনি। আমার দ্বিতীয় উদ্দেশ্য হলো, এ কথার জানান দেয়া যে আমরা এখন মহানবী সা:-এর জন্মের মাস অতিবাহিত করছি।’ সামাজিক যোগাযোগমাধ্যমে মাস্ক পরিহিত নিজের ছবি প্রকাশ করে ক্যাপশনে আর রহমানি লিখেন, ‘প্রশান্তি ও কোমলতার সাথে প্রতিবাদ। অবজ্ঞা বা অবমাননা করো না। মহানবী মুহাম্মদ সা: মানবজাতির মুক্তির দূত।’

 


আরো সংবাদ



premium cement