২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১, ১৪ শাওয়াল ১৪৪৫
`

নবীকে অপমান করা মানে উগ্রবাদীদের উসকে দেয়া

সৌদি সর্বোচ্চ ওলামা পরিষদের বিবৃতি
-

সৌদি আরবের সর্বোচ্চ ওলামা পরিষদ বলেছে, নবীজিকে অপমান করা মানে উগ্রবাদীদের উসকে দেয়া। এতে করে সমাজে হিংসা ও বিদ্বেষ ছড়িয়ে পড়বে। দেশটির রাষ্ট্রীয় সংবাদ সংস্থা এসপিএ এ তথ্য জানিয়েছে।
সর্বোচ্চ ওলামা পরিষদ সৌদি আরবের সর্বোচ্চ ধর্মীয় প্রতিষ্ঠান। এই সংগঠনের মূল কাজ ধর্মীয় বিষয়ে সৌদি বাদশাহকে পরামর্শ দেয়া এবং সেই পরামর্শের ভিত্তিতেই সিদ্ধান্ত নেন তিনি। বাদশাহ এই পরিষদের সদস্যদের নিয়োগ দেন, সরকার কর্তৃক তাদের বেতন-ভাতা প্রদান করা হয়।
এক বিবৃতিতে সর্বোচ্চ ওলামা পরিষদ জানায়, বিশ্বের বিজ্ঞ ও জ্ঞানী লোকদের এখন দায়িত্ব হচ্ছে এই অপমানের নিন্দা জানানো। মুক্ত চিন্তা ও বাক স্বাধীনতার নামে কুসংস্কার ছড়িয়ে দেয়া এবং উগ্রবাদীদের উসকে দেয়া হচ্ছে। এসবের বিরুদ্ধে সবাইকে অবস্থান নিতে হবে।

 


আরো সংবাদ



premium cement