২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১, ১৬ শাওয়াল ১৪৪৫
`
মার্কিন প্রেসিডেন্ট নির্বাচন

ফ্লোরিডায় আগাম ভোট দিলেন ট্রাম্প

-

নির্বাচনের এক সপ্তাহেরও বেশি সময় আগে ফ্লোরিডায় ভোট দিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। শনিবার ফ্লোরিডার ওয়েস্ট পাম বিচে তার মার এ লাগো স্টেইটের কাছে একটি পাঠাগারে আগাম ভোট দেন ট্রাম্প। গত বছরের সেপ্টেম্বরে ট্রাম্প তার স্থায়ী ঠিকানা ও ভোটার নিবন্ধন পরিবর্তন করে নিউ ইয়র্ক থেকে ফ্লোরিডায় নিয়ে এসেছিলেন। হোয়াইট হাউজে ফেরার টিকিট পেতে হলে ট্রাম্পকে কথিত ‘ব্যাটলগ্রাউন্ড’ বা ‘দোদুল্যমান’ রাজ্য ফ্লোরিডায় অবশ্যই জয় পেতে হবে।
নিজের ভোট দেয়ার পর ট্রাম্প সাংবাদিকদের বলেন, ‘আমি ট্রাম্প নামের এক ব্যক্তিকে ভোট দিয়েছি।’ এর মাধ্যমে ট্রাম্প ৩ নভেম্বরের নির্বাচনের আগে আগাম ভোট দেয়া যুক্তরাষ্ট্রের প্রায় ৫ কোটি ৪২ লাখ নাগরিকের সাথে যোগ দিলেন। করোনাভাইরাস মহামারীর কারণে যুক্তরাষ্ট্রে এবার আগাম ভোট পড়ার হার রেকর্ড গতিতে এগিয়ে যাচ্ছে। ফ্লোরিডায় ভোট দেয়ার পর ট্রাম্প দোদুল্যমান রাজ্যের তালিকায় থাকা নর্থ ক্যারোলাইনা, ওহাইও ও উইসকনসিনে প্রচারণা চালাতে গিয়েছেন। এসব রাজ্যে তিনটি জনসভায় যোগ দিবেন তিনি।

 


আরো সংবাদ



premium cement