২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০, ১৮ রমজান ১৪৪৫
`

হারিরি ফের লেবাননের প্রধানমন্ত্রী হচ্ছেন

-

লেবাননে নতুন প্রধানমন্ত্রী হিসেবে সাদ আল-হারিরিকে মনোনীত করেছেন দেশটির প্রেসিডেন্ট মিশল আওন। গতকাল বৃহস্পতিবার সাবেক এই প্রধানমন্ত্রীকে সঙ্কট মোকাবেলায় নতুন সরকার গঠনে মনোনয়ন দেয়া হয়। প্রেসিডেন্ট মিশল আওনের সাথে বৈঠকে সংসদের সংখ্যাগরিষ্ঠ সদস্যের সমর্থনে জিতেছেন হারিরি। লেবাননের ক্ষমতা ভাগাভাগির রাজনীতিতে বেশ কিছু বড় ধরনের চ্যালেঞ্জের মুখোমুখি হয়েছেন তিনি। দেশটিতে বর্তমানে ব্যাংকিং-মুদ্রা খাতের সঙ্কট, রাষ্ট্রীয় ঋণ ও দরিদ্রতা বৃদ্ধির মতো কঠিন চ্যালেঞ্জ রয়েছে। তবে সব সঙ্কট মোকাবেলায় মন্ত্রিসভা গঠনে রাজি হয়েছেন সাদ হারিরি।
নতুন সরকারকে করোনাভাইরাস মহামারীর পাশাপাশি গত আগস্টে বৈরুতের বিস্ফোরণে ছিন্ন ভিন্ন হয়ে যাওয়া অর্থনীতির চাকা সচল করার কাজে রীতিমতো লড়াই করতে হবে। আগস্টে বৈরুতের একটি রাসায়নিক গুদামে ভয়াবহ বিস্ফোরণে দুই শতাধিক মানুষের প্রাণহানি ও কয়েক বিলিয়ন ডলারের অর্থনৈতিক ক্ষতির পর সরকারের পদত্যাগের দাবিতে তীব্র আন্দোলন গড়ে ওঠে। পরে দেশটির ক্ষমতাসীন প্রধানমন্ত্রীসহ পুরো মন্ত্রিসভা পদত্যাগ করে।

 


আরো সংবাদ



premium cement