২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১, ১৫ শাওয়াল ১৪৪৫
`

লাদাখ থেকে কাশ্মির টানেল বানাচ্ছে ভারত

-

লাদাখের গালওয়ান উপত্যকায় চীনের সেনার সাথে সংঘর্ষ হওয়ার পর থেকেই সীমান্তবর্তী এলাকায় যোগাযোগব্যবস্থা উন্নত করার পরিকল্পনা নিয়েছে ভারত। এই বিষয়ে চীন তীব্র আপত্তি জানালেও কোনো গুরুত্ব দেয়নি নয়াদিল্লি।
চীনকে পাত্তা না দিয়েই গত ৩ অক্টোবর ১০ হাজার ফুট উচ্চতায় বিশ্বের উচ্চতম হাইওয়ে টানেলের উদ্বোধন করেছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। এবার জানা গেল লাদাখ থেকে কাশ্মির পর্যন্ত ১০০ কিলোমিটার রাস্তার জন্য কমপক্ষে ১০টি টানেল তৈরি করা হচ্ছে।
বর্ডার রোড অর্গানাইজেশন সূত্রে জানা গেছে, সীমান্তবর্তী এলাকাগুলোতে যোগাযোগব্যবস্থা উন্নত করার জন্য ইতোমধ্যে অনেক রাস্তা তৈরি করা হয়েছে। এবার লাদাখ থেকে কাশ্মির পর্যন্ত ভারতীয় সেনা ও সাধারণ মানুষের যানবাহন যাতে সারা বছর যাতায়াত করতে পারে তা নিশ্চিত করার চেষ্টা চলছে। এ জন্য ১০০ কিলোমিটার এলাকাজুড়ে কমপক্ষে ১০টি টানেল বানানোর পরিকল্পনা নেয়া হয়েছে। এর মধ্যে কিছু কিছু জায়গার উচ্চতার ১৭ হাজারের ফুটের বেশি। ফলে কাজ করতে গিয়ে বিভিন্ন প্রতিকূলতার সম্মুখীন হতে হচ্ছে। তবে খুব তাড়াতাড়ি সব বাধা দূর করে টানেল তৈরির কাজ সম্পন্ন হবে।
জানা গেছে, গত ৩ তারিখ প্রধানমন্ত্রী যে অটল টানেলের উদ্বোধন করেছেন তার ফলে হিমাচল প্রদেশের মানালি থেকে লাদাখের লেহ পর্যন্ত সারা বছর যাতায়াত করা যাবে। কিন্তু লাহুল ও স্পিতি এলাকায় ধারাবাহিকভাবে যোগাযোগ রাখতে লাদাখে আরো আটটি টানেল বানানোর প্রয়োজন। বেশ কয়েকটি টানেল তৈরি করতে হবে কাশ্মিরের সীমান্তবর্তী এলাকায় যাতায়াতের জন্যও।
প্রসঙ্গত, অটল টানেলের উদ্বোধনের পরে গত সপ্তাহে বর্ডার রোড অর্গানাইজেশনের তৈরি করা ৪৪টি ব্রিজ উদ্বোধন করেছেন প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং।
চীনা সৈন্যকে ফেরত
এদিকে রয়টার্স জানায়, পথভ্রষ্ট হয়ে সীমান্ত অতিক্রম করে ফেলা চীনের এক সৈন্যকে আটক করার পর ফেরত দিয়েছে ভারত। চীনের সামরিক বাহিনীর সংবাদপত্র পিপলস লিবারেশন আর্মি ডেইলির এক খবরে এমনটি জানানো হয়েছে। বুধবার সকালে তাকে চীনা কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করা হয়েছে। চীনা এই সৈন্যকে লাদাখের চুমার-ডেমচক এলাকা থেকে আটক করা হয়েছে এবং তাকে করপোরাল ওয়াং ইয়া লং বলে শনাক্ত করা হয়েছে, সোমবার এমনটি জানিয়েছিল ভারতীয় সেনাবাহিনী।
ওই সৈন্যকে মঙ্গলবার রাতে ফেরত দেয়া হয়েছে বলে জানিয়েছে ভারতীয় গণমাধ্যম। চীনের গণমুক্তি ফৌজের কাছে হস্তান্তরের আগে ইয়া লংকে ভারতের চীনবিষয়ক বিশেষজ্ঞরা জিজ্ঞাসাবাদ করেছেন বলে জানিয়েছে তারা।


আরো সংবাদ



premium cement
দ্বি-রাষ্ট্র সমাধান বাস্তবায়ন করা হলে হামাস অস্ত্র ছাড়তে রাজি শনিবার থেকে শুরু গুচ্ছ ভর্তি পরীক্ষা, প্রস্তত জবি ক্যাম্পাসগুলোতে মত প্রকাশের স্বাধীনতাকে সমর্থন করেন বাইডেন: মুখপাত্র নোয়াখালীতে ইসতিসকার নামাজ আদায় জলীয় বাষ্পের আধিক্যের কারণে অস্বস্তিভাব থাকবে বান্দরবানে বৃষ্টির চেয়ে চোখের পানি ফেলে বিশেষ নামাজ চকরিয়ায় যুবককে গুলি ও কুপিয়ে হত্যা, গ্রেফতার ৭ উপজেলা নির্বাচনে ব্যর্থ হলে গণতন্ত্র ক্ষুণ্ন হবে: সিইসি বাগাতিপাড়ায় ইসতিসকার নামাজ পরিবর্তনশীল জলবায়ুর জন্য কাসাভা উপযুক্ত, হেক্টরপ্রতি ফলন ৩৫-৫০ টন : বাকৃবি অধ্যাপক বৃষ্টির জন্য হাকাকার, সাভারে ইসতিসকার নামাজ আদায়

সকল