২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০, ১৮ রমজান ১৪৪৫
`

কৃষি আইন রুখে দেয়ার আহ্বান সোনিয়া গান্ধীর

-

ব্যাপক কৃষক বিক্ষোভের মুখে পড়া ভারতের কেন্দ্রীয় সরকার প্রণীত কৃষি আইন রুখে দিতে নতুন আইন প্রণয়নের কথা বিবেচনা করতে কংগ্রেস শাসিত রাজ্যগুলোকে পরামর্শ দিয়েছেন দলটির সভাপতি সোনিয়া গান্ধী। সোমবার দেশটির প্রধান বিরোধী দলটির তরফে দেয়া এক বিবৃতিতে এই আহ্বান জানান তিনি।
ভারতীয় সংবিধানের সুনির্দিষ্ট একটি ধারা ব্যবহার করে এই ধরনের আইন প্রণয়নের সুযোগ রয়েছে বিধানসভাগুলোর। এর আগে কংগ্রেস নেতৃত্বাধীন সরকারের প্রণীত ভূমি অধিগ্রহণ আইনের ক্ষেত্রে ২০১৫ সালে একই পথ অনুসরণ করতে রাজ্য সরকারগুলোকে পরামর্শ দিয়েছিলেন তৎকালীন অর্থমন্ত্রী অরুণ জেটলি। রাজ্যসভা ও রাজপথে ব্যাপক বিক্ষোভ এবং বিতর্ক সত্ত্বেও সম্প্রতি কৃষি সংক্রান্ত তিনটি আইন প্রণয়ন করেছে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির নেতৃত্বাধীন সরকার।


আরো সংবাদ



premium cement