১৬ এপ্রিল ২০২৪, ০৩ বৈশাখ ১৪৩১, ০৬ শাওয়াল ১৪৪৫
`

পাকিস্তানের বিরোধীদলীয় নেতা শাহবাজ শরিফ গ্রেফতার

-

পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী নওয়াজ শরিফের ভাই শাহবাজ শরিফকে গ্রেফতার করা হয়েছে। শাহবাজ দেশটির পার্লামেন্টের বিরোধী দল পাকিস্তান মুসলিম লিগের (পিএমএল-এন) প্রেসিডেন্ট। অর্থপাচারের মামলায় সোমবার তাকে গ্রেফতার করা হয়।
অর্থপাচার মামলায় শাহবাজ শরিফ লাহোর হাইকোর্টে জামিনের জন্য আবেদন করেন। আদালত সোমবার তার জামিনের আবেদন নাকচ করে দেয়। পরে ন্যাশনাল অ্যাকাউন্টিবিলিটি ব্যুরো (এনএবি) আদালত প্রাঙ্গণ থেকে তাকে গ্রেফতার করে নিজেদের হেফাজতে নেয়।
শাহবাজ শরিফ আদালতে হাজির হলে তার দলের বিপুলসংখ্যক নেতাকর্মী ও সমর্থক সেখানে জড়ো হন। পরে তাকে গ্রেফতার করা হলে তারা বিক্ষোভ করেন। পিএমএল-এনের ভাইস প্রেসিডেন্ট ও নওয়াজ শরিফের মেয়ে মরিয়ম নওয়াজ এই গ্রেফতারের ঘটনায় তীব্র প্রতিক্রিয়া জানিয়েছেন। এক টুইট বার্তায় তিনি বলেন, ‘দেশে জবাবদিহি ও ন্যায়বিচার থাকলে শাহবাজ শরিফ গ্রেফতার হতেন না।’


আরো সংবাদ



premium cement

সকল