২৩ এপ্রিল ২০২৪, ১০ বৈশাখ ১৪৩১, ১৩ শাওয়াল ১৪৪৫
`

অযোধ্যায় মসজিদুল হারামের আদলে মসজিদ নির্মাণের পরিকল্পনা

-

ভারতের অযোধ্যায় বাবরি মসজিদের জায়গায় হচ্ছে রামমন্দির। মোদি সরকারের প্রতিশ্রুতি অনুযায়ী, রামমন্দিরের জায়গা থেকে প্রায় ২৫ কিলোমিটার দূরে অবস্থিত ধন্নিপুরে একটি মসজিদ নির্মাণ করা হবে। ইতোমধ্যে প্রকাশ করা হয়েছে তার লোগো। কিছুটা এগিয়েছে নির্মাণের প্রাথমিক কাজও। তবে এ মসজিদটির আকার কেমন হবে আর নামটাই বা কী হবে, তা নিয়ে চরম আগ্রহ রয়েছে মুসলমানদের মধ্যে।
রোববার এ বিষয়ে মুখ খুললেন মসজিদ তৈরির দায়িত্বে থাকা ইন্দো-ইসলামিক কালাচারাল ফাউন্ডেশন ট্রাস্টের সম্পাদক ও মুখপাত্র আতাহার হুসেইন। তিনি জানিয়েছেন, মক্কার বিখ্যাত মসজিদ আল হারামের (যা ইসলামের সবচেয়ে পবিত্র স্থান কাবাকে ঘিরে তৈরি) আদলেই তৈরি হবে এই মসজিদ। পিটিআইকে দেয়া এক সাক্ষাৎকারে আতহার হুসেইন বলেন, ১৫ হাজার বর্গফুট জায়গায় নির্মাণ করা হবে এই মসজিদ।

 


আরো সংবাদ



premium cement