২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১, ১৬ শাওয়াল ১৪৪৫
`

রাজনীতিতে ফিরছেন নওয়াজ শরিফ

-

এক বছরেরও বেশি সময় প্রকাশ্য জনসভা এবং রাজনৈতিক কর্মকাণ্ড থেকে বিরত থাকার পর আবারো রাজনীতিতে সক্রিয় হচ্ছেন পাকিস্তানে সাবেক প্রধানমন্ত্রী নওয়াজ শরিফ। বর্তমানে লন্ডনে অবস্থান করছেন পিএমএল-এনের (পাকিস্তান মুসলিম লিগ-নওয়াজ) এই সর্বোচ্চ নেতা। পাকিস্তান পিপলস পার্টির (পিপিপি) চেয়ারম্যান বিলওয়াল ভুট্টোর আমন্ত্রণে গতকাল রোববার পাকিস্তানের বিরোধী দলগুলোর এক সম্মেলনে ভার্চুয়ালি যোগ দেয়ার কথা নওয়াজের। এর মধ্য দিয়ে তার রাজনীতিতে ফেরার ইঙ্গিত পাওয়া যাচ্ছে বলে মনে করছেন অনেকেই।
দুর্নীতির মামলায় দণ্ডিত হয়ে কারাভোগের সময় অসুস্থ হয়ে পড়ায় আদালতের অনুমতি নিয়ে ২০১৯ সালে চিকিৎসার জন্য লন্ডনে যান তিনবার পাকিস্তানের প্রধানমন্ত্রীর দায়িত্ব পালন করা নওয়াজ শরিফ। তার আইনজীবীদের দেয়া তথ্য অনুযায়ী তাকে পাকিস্তানে ফিরতে আট সপ্তাহ সময় দেয়া হলেও স্বাস্থ্যগত সমস্যার কারণে তিনি ফিরতে ব্যর্থ হন। তার পর থেকেই সমসাময়িক বিভিন্ন ইস্যুতে মন্তব্য করা থেকেও বিরত থাকেন। লন্ডনে অবস্থানের সময় নিজের দল ছাড়াও অন্যান্য রাজনৈতিক দলের প্রতিনিধি এবং কূটনীতিকদের সাথে সাক্ষাৎ করলেও সরাসরি কোনো বিষয়ে মন্তব্য করেননি। তবে সম্প্রতি ক্ষমতাসীন প্রধানমন্ত্রী ইমরান খানের বিরুদ্ধে বিরোধী দলগুলোকে ঐক্যবদ্ধ করার উদ্যোগ নিয়েছেন পিপিপি নেতা বিলওয়াল ভুট্টো। তারই অংশ হিসেবে রোববার অনুষ্ঠিত হতে যাচ্ছে পাকিস্তানের বিরোধী দলগুলোর সম্মেলন। এতে ইমরান খানের সরকারের গত দুই বছরের কর্মকাণ্ড মূল্যায়ন ছাড়াও বিরোধী দলগুলোর ভবিষ্যৎ কৌশল নির্ধারণের বিষয়ে আলোচনার কথা রয়েছে।


আরো সংবাদ



premium cement