১৯ এপ্রিল ২০২৪, ০৬ বৈশাখ ১৪৩১, ০৯ শাওয়াল ১৪৪৫
`
চীনের হয়ে গুপ্তচরবৃত্তি

দিল্লিতে চীনা নাগরিক ও সাংবাদিকসহ গ্রেফতার ৩

-

ভারতের প্রতিরক্ষাবিষয়ক গুরুত্বপূর্ণ অনেক তথ্য তুলে দেয়া হয়েছে চীনের হাতে। এমনই অভিযোগে দিল্লিতে এক সাংবাদিককে গ্রেফতার করা হয়েছে। গতকাল শনিবার এ ঘটনায় যুক্ত থাকার অভিযোগে আরো দু’জনকে গ্রেফতার করা হয়েছে। এদের মধ্যে একজন চীনা নাগরিক বলে জানা গেছে। পুলিশ জানিয়েছে, দিল্লির বাসিন্দা ফ্রিল্যান্স সাংবাদিক রাজীব শর্মার পাশাপাশি একজন চীনা ও একজন নেপালের নাগরিককেও এ ঘটনায় গ্রেফতার করা হয়েছে। তারা বহু গোপন তথ্য চীনের হাতে তুলে দিয়ে আসছিলেন।
গত শুক্রবার রাতে পুলিশ জানায়, দিল্লির পিতমপুরার বাসিন্দা রাজীব শর্মাকে চীনের হয়ে গুপ্তচরবৃত্তি করার জন্য গ্রেফতার করা হয়েছে। অফিসিয়াল সিক্রেট অ্যাক্টে তার বিরুদ্ধে অভিযোগ করা হয়েছে। দিল্লি পুলিশের স্পেশাল সেলের ডেপুটি কমিশনার সঞ্জীব কুমার যাদব জানান, চীনা গোয়েন্দাদের হাতে স্পর্শকাতর তথ্য তুলে দিচ্ছিলেন রাজীব শর্মা নামে ওই সাংবাদিক। এ ছাড়া চীনের ও নেপালের দুই নাগরিকও এর সাথে যুক্ত। চীনা নাগরিক ভুয়া মহিলা সংস্থার মাধ্যমে বিপুল টাকা দিচ্ছিলেন ওই সাংবাদিককে।

 


আরো সংবাদ



premium cement