২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১, ১৫ শাওয়াল ১৪৪৫
`

ইসরাইলের সাথে চুক্তি বাতিলে হামাসের আহ্বান

-

ইসরাইলের সাথে সম্পর্ক স্বাভাবিক করার চুক্তি বাতিলের জন্য আরব দেশগুলোর প্রতি আহ্বান জানিয়েছে হামাস। হামাস মনে করে, ফিলিস্তিনের জনগণ এবং আরব দেশের শত্রু হলো ইসরাইল। ইসরাইলি বাহিনীর নিক্ষেপ করা গ্রেনেডে ফিলিস্তিনের চিকিৎসক প্রাণ হারানোর ঘটনায় ফিলিস্তিনের স্বাস্থ্য মন্ত্রণালয় এ আহ্বান জানায়।
স্বাস্থ্য মন্ত্রণালয় বলছে, ইসরাইলি বাহিনীর নিক্ষেপ করা গ্রেনেডের ফলে হার্ট অ্যাটাক করে মারা গেছেন ৫৪ বছর বয়সী নিদাল জাবেরিন। এ ব্যাপারে বিবৃতি দিয়ে নিন্দা জানিয়েছে হামাস। নিহতের পরিবারের প্রতি সমবেদনা জানানোর পাশাপাশি ইসরাইলের সাথে আরব দেশগুলোর সম্প্রতি করা চুক্তি বাতিলেরও অনুরোধ করেছে হামাস।
বিক্ষোভ মিছিলে গুলি :
এ দিকে অধিকৃত ফিলিস্তিনের পবিত্র আল-কুদস শহরে সংযুক্ত আরব আমিরাত ও বাহরাইনের বিরুদ্ধে বিশ্বাসঘাতকতার অভিযোগ এনে বিক্ষোভ করেছেন ফিলিস্তিনি জনগণ। ইসরাইলের সাথে সম্পর্ক স্বাভাবিক করার চুক্তি সইয়ের প্রতিবাদে ওই বিক্ষোভ মিছিলের আয়োজন করা হয়। এতে ইসরাইলি বাহিনী গুলি চালালে কমপক্ষে তিন ফিলিস্তিনি আহত হয়েছেন।

 


আরো সংবাদ



premium cement