২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১, ১৪ শাওয়াল ১৪৪৫
`

প্রখ্যাত মার্কিন বিচারপতি গিন্সবার্গের মৃত্যু

-

যুক্তরাষ্ট্রে সুপ্রিম কোর্টের বিচারপতি রুথ বাদার গিন্সবার্গ গত শুক্রবার মারা গেছেন। মার্কিন আদালত সূত্র জানিয়েছে, প্যানক্রিয়াস ক্যান্সারের জটিলতায় শুক্রবার ওয়াশিংটন ডিসির নিজ বাড়িতে গিন্সবার্গের মৃত্যু হয়েছে। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮৭ বছর।
লিঙ্গ সমতা ও নারী অধিকার নিয়ে কাজ করে নিজেকে আইকন হিসেবে প্রতিষ্ঠিত করেছিলেন গিন্সবার্গ। ২৭ বছর সুপ্রিম কোর্টে দায়িত্ব পালন করেছেন তিনি। সান্দ্রা দে ও’কনরের পর মার্কিন সুপ্রিম কোর্টে দায়িত্ব পালন করা দ্বিতীয় নারী হলেন গিন্সবার্গ। ১৯৯৩ সালে যুক্তরাষ্ট্রের তৎকালীন প্রেসিডেন্ট বিল ক্লিনটন রুথ বাদার গিন্সবার্গকে নিয়োগ দিয়েছিলেন। সাম্প্রতিক বছরগুলোতে আদালতের লিবারেল শাখায় কাজ করেন গিন্সবার্গ। এ বছরের শুরুতে তিনি ক্যান্সারের চিকিৎসায় ক্যামোথেরাপি নিচ্ছেন বলে জানিয়েছিলেন।

 


আরো সংবাদ



premium cement