১৯ এপ্রিল ২০২৪, ০৬ বৈশাখ ১৪৩১, ০৯ শাওয়াল ১৪৪৫
`

ব্রেক্সিট : চাপের মুখে সংশোধনী মেনে নিলেন জনসন

-

টোরি দলের একাংশের চাপে ব্রিটিশ প্রধানমন্ত্রী জনসন বিতর্কিত আইনের খসড়ায় সংশোধনী মেনে নিলেন। বিরোধী পক্ষ ও ইইউ অবশ্য সমালোচনায় অটল রয়েছে। প্রধানমন্ত্রীর যুক্তি গ্রহণযোগ্য হচ্ছে না। দেশে-বিদেশে কড়া সমালোচনা সত্ত্বেও ব্রেক্সিট চুক্তির শর্ত ভেঙে আইন প্রণয়ন করার চেষ্টা চালিয়ে যাচ্ছেন ব্রিটিশ প্রধানমন্ত্রী বরিস জনসন।
তবে নিজের দলের মধ্যে অসন্তোষ দূর করতে তিনি সেই আইনের খসড়ায় একটি পরিবর্তন মেনে নিতে রাজি হয়েছেন। টোরি দলের দুই এমপির উদ্যোগে সংশোধনী প্রস্তাব গ্রহণ করে আগামী সপ্তাহে পার্লামেন্টে ভোটাভুটি হবে। সে ক্ষেত্রে বিতর্কিত আইন প্রণয়নের পথে বাধা দূর হবে বলে জনসন আশা করছেন। সংশোধনীর উদ্যোক্তা বব নেইল ও ডেমিয়ান গ্রিন এক যৌথ বিবৃতিতে বলেন, প্রস্তাবিত আইনের মাধ্যমে সরকার শেষ উপায় হিসেবে বাড়তি ক্ষমতা প্রয়োগ করতে পারবে।

 


আরো সংবাদ



premium cement