২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১, ১৫ শাওয়াল ১৪৪৫
`

তুর্কি জাহাজে হামলা হলে চড়া মূল্য দিতে হবে : এরদোগান

একে পার্টির ১৯তম প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠানে বক্তব্যরত তুরস্কের প্রেসিডেন্ট রজব তাইয়েব এরদোগান: ইন্টারনেট -

ভূমধ্যসাগরে বিবাদপূর্ণ পানিসীমায় তেল ও গ্যাসের অনুসন্ধানে নিয়োজিত তুর্কি জাহাজে কোনো হামলা হলে চড়া জবাব দেয়া হবে বলে হুঁশিয়ার করেছেন তুরস্কের প্রেসিডেন্ট রজব তাইয়েব এরদোগান। বৃহস্পতিবার আঙ্কারায় দেয়া এক বক্তব্যে এ হুঁশিয়ারি দেন তিনি।
সোমবার পূর্ব ভূমধ্যসাগরে ক্রিট দ্বীপ অঞ্চল ও সাইপ্রাসের মধ্যবর্তী পানিসীমায় তেল-গ্যাসের অনুসন্ধান চালাতে ওরুক রেইস নামক জাহাজ পাঠায় তুরস্ক। এটিকে পাহারা দেয়ার জন্য সঙ্গে কয়েকটি সামরিক জাহাজও পাঠিয়েছে দেশটি। আর এ পদক্ষেপকে অবৈধ উল্লেখ করে এর বিরুদ্ধে নিন্দা জানিয়েছে গ্রিস। ক্ষোভ জানিয়েছে ফ্রান্সও। বিতর্কিত সমুদ্রসীমায় একতরফাভাবে তুরস্কের তেল-গ্যাসের অনুসন্ধান কার্যক্রম শুরুর ব্যাপারে উদ্বেগ প্রকাশ করেন ফরাসি প্রেসিডেন্ট এমানুয়েল ম্যাক্রোঁ। ওই অঞ্চলে সামরিক উপস্থিতি বাড়ানোর ঘোষণা দেন তিনি। বৃহস্পতিবার ক্রিট দ্বীপ এলাকায় সামরিক প্রশিক্ষণ মহড়া চালিয়েছে ফ্রান্স ও গ্রিস। এমন পরিস্থিতিতে বৃহস্পতিবার এরদোগান বলেন, ‘আমরা বলে দিয়েছি যে আমাদের ওরুক রেইসকে আক্রমণ করা হলে এর জন্য চড়া মূল্য দিতে হবে। তারা আজকে প্রাথমিক জবাব পেয়েও গেছে।’ তবে এ ব্যাপারে বিস্তারিত উল্লেখ করেননি এরদোগান। এর আগে বৃহস্পতিবার সকালে এরদোগান বলেন, ‘পূর্ব ভূমধ্যসাগর নিয়ে সঙ্কট সমাধানের উপায় হচ্ছে আলোচনা ও সংলাপ। আমরা যদি সাধারণ জ্ঞান নিয়ে কাজ করি তা হলে আমরা উইন-উইন পরিবেশ তৈরি করতে পারব, যার মাধ্যমে সবার স্বার্থ রক্ষা সম্ভব। আমরা কোনো রকমের অপয়োজনীয় সঙ্কট সৃষ্টি বা উত্তেজনা তৈরি করতে চাইছি না।’


আরো সংবাদ



premium cement