২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১, ১৫ শাওয়াল ১৪৪৫
`
জাতিসঙ্ঘ প্রতিনিধিদলের বিবৃতি

কাশ্মিরে মানবাধিকার পরিস্থিতি ভয়াবহ

ওআইসির সমালোচনায় পাকিস্তান
-

ভারত নিয়ন্ত্রিত কাশ্মিরে মানবাধিকার পরিস্থিতি ভয়াবহ আকার নিয়েছে বলে জানিয়েছে জাতিসঙ্ঘের মানবাধিকার পরিষদের বিশেষ প্রতিনিধি দল। তারা জানিয়েছে, ভারত সরকার এখনো যদি এই বিষয়ে কোনো পদক্ষেপ না নেয়, তাহলে পরিস্থিতি সামাল দিতে আন্তর্জাতিক সংগঠনগুলোকে পদক্ষেপ নিতে হবে। ৩৭০ ধারা প্রত্যাহারের পর থেকে কাশ্মিরের মুসলিম বাসিন্দাদের ওপর আক্রমণ চালানো হচ্ছে বলেও অভিযোগ করেছেন জাতিসঙ্ঘের প্রতিনিধি দল। গত পাঁচ আগস্ট জম্মু ও কাশ্মিরের ৩৭০ ধারা প্রত্যাহারের বর্ষপূর্তি হয়েছে। সেদিন জাতিসঙ্ঘের মানবাধিকার পরিষদের বিশেষ প্রতিনিধি দলের তরফে একটি বিবৃতি প্রকাশ করা হয়। বিবৃতিতে বলা হয়েছে, বিশেষ মর্যাদা প্রত্যাহারের পর থেকে কাশ্মিরের মানুষের জীবন ভয়াবহ হয়ে উঠেছে। প্রতিনিয়তই মানবাধিকার লঙ্ঘনের ঘটনা ঘটছে। পরিস্থিতি এতটাই উদ্বেগজনক যে ভারত সরকারের এখনই সেখানকার মুসলিম নাগরিকদের জন্য বিশেষ নিরাপত্তার ব্যবস্থা করা উচিত। অবিলম্বে উপযুক্ত পদক্ষেপ না নিলে পরে পরিস্থিতি সামলানো মুশকিল হয়ে পড়বে। তখন বাধ্য হয়ে আন্তর্জাতিক সংগঠনকে হস্তক্ষেপ করতে হবে। এ বিষয়ে গত এক বছরে ওই প্রতিনিধি দলের তরফে তিন থেকে চারটি চিঠি দেয়া হলেও ভারত সরকার তার কোনো জবাব দেয়নি বলে অভিযোগ। প্রতিনিধি দল আরো জানিয়েছে যে, গত বছরের অক্টোবর থেকে জম্মু ও কাশ্মিরের মানবাধিকার কমিশন বন্ধ রয়েছে। এর ফলে প্রশাসন যখন তখন কাউকে আটক করলে বা মানবাধিকার লঙ্ঘনের ঘটনা ঘটালেও তার জবাব চাওয়ার কেউ নেই।
এ দিকে ভারত অধিকৃত জম্মু কাশ্মিরের মুসলমানদের ওপর যে দমন-পীড়ন চলছে সে ব্যাপারে যদি সৌদি নেতৃত্বাধীন ইসলামী সহযোগিতা সংস্থা বা ওআইসি বৈঠক আহ্বান করতে ব্যর্থ হয় তাহলে পাকিস্তান আলাদা বৈঠক আহ্বান করবে। সে বৈঠকে রিয়াদ থাকুক বা না থাকুক পাকিস্তান নিজের মতো করে মুসলিম দেশগুলোর বৈঠক ডাকবে। পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী শাহ মেহমুদ কোরেশি এ কথা বলেছেন। তিনি ওআইসির পররাষ্ট্রমন্ত্রীদের বৈঠক ডাকার জন্য সৌদি আরবের প্রতি আহ্বান জানান।
কোরেশি বলেন, ‘সৌদি আরব যদি তাদের ভূমিকা পালন না করতে চায় তাহলে আমি প্রধানমন্ত্রী ইমরান খানকে এগিয়ে যাওয়ার পরামর্শ দেবো, তাতে সৌদি আরব থাকুক বা না থাকুক।’ পাক পররাষ্ট্রমন্ত্রী আরো বলেন, ‘কাশ্মির ইস্যু এবং সেখানকার মুসলমানদের সমর্থনে পাশে দাঁড়ানোর জন্য প্রধানমন্ত্রী ইমরান খানকে মুসলিম দেশগুলোর সহযোগিতায় একটি সম্মেলন ডাকার কথা বলতে বাধ্য হবে ইসলামাবাদ।’


আরো সংবাদ



premium cement
ডিএমপির অভিযানে গ্রেফতার ৩৭ বাংলাদেশে নতুন করে বাড়ছে ম্যালেরিয়া আক্রান্তের সংখ্যা হিট অ্যালার্ট নিয়ে আবহাওয়া অধিদফতরের নতুন বার্তা ভান্ডারিয়ায় পিকআপ চাপায় বৃদ্ধ নিহত হোচট খেল লিভারপুল, পিছিয়ে গেল শিরোপা দৌড়ে যোদ্ধাদের দেখতে প্রকাশ্যে এলেন হামাস নেতা সিনওয়ার! ফের পন্থ ঝড়, ঘরের মাঠে গুজরাটকে হারাল দিল্লি ইউক্রেনকে গোপনে দূরপাল্লার ক্ষেপণাস্ত্র দিয়েছে যুক্তরাষ্ট্র গ্রেফতারের পর যুক্তরাষ্ট্রের বিশ্ববিদ্যালয়গুলোতে ফিলিস্তিনপন্থীদের বিক্ষোভ আরো বেড়েছে ইউক্রেন যুদ্ধে দুর্নীতি, পুতিনের নির্দেশে গ্রেফতার রুশ উপ-প্রতিরক্ষামন্ত্রী!  আমেরিকানরা কি ধর্ম থেকে সরে যাচ্ছে?

সকল