২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০, ১৮ রমজান ১৪৪৫
`

পাকিস্তানে জামায়াতের সমাবেশে গ্রেনেড হামলায় আহত ৩০

-

পাকিস্তানের করাচিতে আয়োজিত একটি সমাবেশে গ্রেনেড হামলায় অন্তত ৩০ জন আহত হয়েছে। ভারত অধিকৃত কাশ্মিরের বিশেষ মর্যাদা বাতিলের একবছর পূর্তি উপলক্ষে এই সমাবেশের আয়োজন করা হয়েছিল। আহতদেরকে দ্রুত বিভিন্ন হাসপাতালে নেয়া হয়েছে। একজনের অবস্থা গুরুতর বলে জানিয়েছেন প্রাদেশিক স্বাস্থ্য বিভাগের এক কর্মকর্তা।
করাচির পুলিশ প্রধান গুলাম নবী মেমন বলেছেন, সমাবেশে গ্রেনেড ছুড়ে মারা হয়েছে। এতে কয়েকজন আহত হয়েছে। বিচ্ছিন্নতাবাদী একটি সশস্ত্র গোষ্ঠী সিন্ধুদেশ রেভল্যুশনারী আর্মি (এসআরএ) এ হামলার দায় স্বীকার করেছে। গত কয়েক মাসে এ গোষ্ঠীটি সক্রিয় ছিল। কাশিীরের বিশেষ মর্যাদা বাতিলের বর্ষপূর্তির দিন বুধবার পাকিস্তানজুড়ে আরো সমাবেশ হয়েছে। তার মধ্যেই করাচির সমাবেশে হামলা হয়।
২০১৯ সালের ৫ আগস্ট ভারত সংবিধানের ৩৭০ ধারা বাতিলের মাধ্যমে জম্মু-কাশ্মিরের বিশেষ স্বায়ত্তশাসিত অঞ্চলের মর্যাদা কেড়ে নিয়ে অঞ্চলটিকে দুটি কেন্দ্রশাসিত অঞ্চলে ভাগ করেছিল। এর প্রথম বর্ষপূর্তিকে ঘিরে উত্তেজনার প্রেক্ষাপটে ভারত-শাসিত কাশ্মিরে আগেই দুইদিনের কারফিউ জারি হয়। মোতেয়েন হয় অতিরিক্ত সেনাও।


আরো সংবাদ



premium cement