২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১, ১৫ শাওয়াল ১৪৪৫
`

সিরীয় প্রেসিডেন্টের ছেলের ওপর যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞা

-

যুক্তরাষ্ট্র গত বুধবার সিরিয়ার প্রেসিডেন্ট বাশার আল-আসাদের ছেলের ওপর নিষেধাজ্ঞা আরোপ করেছে। সঙ্ঘাতপূর্ণ এ দেশের সরকারের তহবিল বন্ধের প্রচেষ্টা জোরদারে তারা এমন পদক্ষেপ গ্রহণ করে। মার্কিন পররাষ্ট্র বিভাগ জানায়, ১৮ বছর বয়সী হাফিজ আল-আসাদ যুক্তরাষ্ট্রে ভ্রমণের বা সম্পদ রাখার অনুমতি পাবে না। তার দাদার পর তার ওপর এ ধরনের নিষেধাজ্ঞা আরোপ করা হলো।
যুক্তরাষ্ট্রের এক সিনিয়র কর্মকর্তা জানান, বাশারের পরিবারের বিদেশে কার্যক্রম চালানো থেকে হাফিজকে বিরত রাখতে তার পরিবারের একমাত্র প্রাপ্ত বয়স্ক ছেলের ওপর এ নিষেধাজ্ঞা আরোপ করা হয়। যুক্তরাষ্ট্র ইতোমধ্যে বাশার আল-আসাদ ও তার স্ত্রী আসমার ওপর নিষেধাজ্ঞা আরোপ করেছে। গত জুনে কার্যকর করা যুক্তরাষ্ট্র আইন কায়েসার অ্যাক্টের আওতায় এ পদক্ষেপ ছিল দ্বিতীয় ধাপের নিষেধাজ্ঞা আরোপের অংশ। আর এই আইনের লক্ষ্য হচ্ছে আসাদ সরকারের সাথে কখনো সম্পর্ক স্বাভাবিক না করা। ৯ বছরের ভয়াবহ যুদ্ধের পর এমন এক সময় এই নিষেধাজ্ঞা আরোপ করা হলো যখন আসাদ সরকার সিরিয়ার বেশির ভাগ অঞ্চলে নির্বাচনে ফের জয়লাভ করে।


আরো সংবাদ



premium cement