২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০, ১৭ রমজান ১৪৪৫
`

তুরস্কে সোশ্যাল মিডিয়া নিয়ন্ত্রণে নতুন আইন

-

সামাজিক যোগাযোগমাধ্যম নিয়ন্ত্রণে সরকারকে অঢেল ক্ষমতা দিয়ে আইন পাস হয়েছে তুরস্কের পার্লামেন্টে। বুধবার পাস হওয়া আইনটিতে ফেসবুক, টুইটার ও ইউটিউবের মতো সোশ্যাল মিডিয়াগুলোকে তুরস্কে কার্যালয় খোলার নির্দেশ দেয়া হয়েছে। এ নির্দেশ অমান্য করা হলে সাইটগুলোর ব্যান্ডিউইথ ধীরগতির করে দেয়া ও অনেকাংশে বন্ধ করে দেয়াসহ কঠোর শাস্তিমূলক পদক্ষেপ গ্রহণ করা হবে বলে জানানো হয়েছে।
এ আইনের ফলে দেশটিতে জনমত প্রকাশ ব্যাপক আকারে সরকারের নিয়ন্ত্রণে চলে যাবে বলে প্রচারণা চালাচ্ছে বিরুদ্ধবাদীরা। নতুন আইন অনুসারে তুরস্কে সোশ্যাল মিডিয়া কোম্পানিগুলোর কার্যালয় সরকারের দাবি মেনে চলতে বাধ্য থাকবে। সরকারি নির্দেশনায় যেকোনো কনটেন্ট সরিয়ে ফেলতে হবে তাদের। কোনো নির্দেশনা কার্যকর করতে তাদের হাতে সময় থাকবে ৪৮ ঘণ্টা। নির্দেশনা মানতে ব্যর্থ হলে প্ল্যাটফর্মগুলোকে ৭ লাখ ইউরো পর্যন্ত জরিমানা করা হতে পারে। নতুন আইনটি আগামী ১ অক্টোবর থেকে কার্যকর হবে। আইনটি অনুসারে, সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মগুলোকে তুরস্কের ভেতরেই উপাত্ত সংরক্ষণ করতে হবে। তুর্কি প্রেসিডেন্ট রজব তাইয়েব এরদোগান ও তার একেপি পার্টি নেতৃত্বাধীন সরকার ইতোমধ্যে দেশের অধিকাংশ মিডিয়া আউটলেটের ওপর নিয়ন্ত্রণ স্থাপন করে রেখেছে। সেগুলো নতুন আইনটির আওতায় পড়বে না।

 


আরো সংবাদ



premium cement