২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০, ১৮ রমজান ১৪৪৫
`
পড়েছে ডলারের দামও

চীন-মার্কিন উত্তেজনায় নিম্নমুখী তেলের দাম

-

বিশ্বজুড়ে করোনাভাইরাস সংক্রমণ বাড়তে থাকায় নানা বিধিনিষেধের মুখে সব ধরনের পরিবহনের চাহিদা কমে গিয়ে টালমাটাল জ্বালানির বাজার এবং চীন-যুক্তরাষ্ট্রের উত্তেজনার প্রেক্ষাপটে পড়ছে তেলের দাম। যুক্তরাষ্ট্রে অভ্যন্তরীণ অর্থনৈতিক সঙ্কট নিয়ে উদ্বেগ এবং চীনের সাথে দেশটির সম্পর্কের অবনতিতে ডলারের মূল্য নিম্নমুখী হচ্ছে। ২০১৮ সালের সেপ্টেম্বরের পর এই প্রথম মার্কিন ডলার সূচক ‘ডিএক্সওয়াই’ সর্বনিম্ন পর্যায়ে নেমে গেছে। সোমবার দিনের শুরুতে দুর্বল ডলারের বিপরীতে বিশ্ববাজারে তেলের দামে সামান্য ঊর্ধ্বগতি দেখা গেলেও পরে আবার তা ২ শতাংশ হ্রাস পায়।
সোমবার সকাল ১০টায় (ইডিটি) যুক্তরাষ্ট্রের ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েট (ডব্লিউটিআই) ক্রুডের দাম ০ দশমিক ৮৫ শতাংশ হ্রাস পেয়ে ৪০ দশমিক ৯৭ মার্কিন ডলারে নেমে যায়। অন্য দিকে, ‘ব্রেন্ট ক্রুড (অপরিশোধিত তেল) এলসিওসি১’র দাম ব্যারেল প্রতি ০ দশমিক ৯২ শতাংশ কমে ৪২ দশমিক ৯৫ মার্কিন ডলার হয়। বিশ্বের অনেক দেশে দ্বিতীয় দফায় কোভিড-১৯ সংক্রমণ শুরু হওয়ায় মাস্ক পরা এবং সামাজিক দূরত্ব বজায় রাখার মতো স্বাস্থ্য সুরক্ষাবিধি আরোপ এবং ভ্রমণে বিধিনিষেধ জারি হচ্ছে। ফলে বাণিজ্যিক বিমান চলাচল আবার হ্রাস পাচ্ছে, কমছে তেলের চাহিদা। অন্য দিকে বাণিজ্যযুদ্ধ, দক্ষিণ চীন সাগরের নিয়ন্ত্রণ, করোনাভাইরাস মহামারী, হংকংয়ে চীনের নিরাপত্তা আইন জারির মতো বিষয়গুলো নিয়ে দীর্ঘদিনের চীন-যুক্তরাষ্ট্র বিরোধ পাল্টাপাল্টি কনসুলেট বন্ধের মধ্য দিয়ে চরমে উঠেছে।

 


আরো সংবাদ



premium cement