২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০, ১৭ রমজান ১৪৪৫
`

মেধাভিত্তিক অভিবাসনকে অগ্রাধিকার দেবে ব্রিটেন

-

স্বরাষ্ট্রমন্ত্রী প্রীতি প্যাটেল বলেছেন, ব্রিটেন তার অভিবাসন নীতি পরিবর্তন করছে। নতুন এই নীতির আওতায় বন্ধ করা হবে অবাধ অভিবাসন এবং মেধা ভিত্তিক অভিবাসনকে অগ্রাধিকার দেয়া হবে। নতুন এই নীতি ইউরোপীয় ইউনিয়নের দেশগুলোর ক্ষেত্রেও কার্যকর হবে।
বন্ধ করা হবে বিদেশী অপরাধীদের ব্রিটেনে প্রবেশ। যে সব বিদেশী এক বছর বা তার বেশি কারাদণ্ড ভোগ করেছেন তাদের ব্রিটেনে প্রবেশের সাথে সাথে ফেরত পাঠানো হবে। আগামী বছরের ১ জানুয়ারি থেকে নতুন অভিবাসননীতি কার্যকর হওয়ার কথা রয়েছে। এর পর থেকে যারা ব্রিটেনে বাস করতে এবং কাজ করতে চান তাদের ভিসার জন্য আবেদন করতে ৭০ পয়েন্ট অর্জন করা লাগবে। এই পয়েন্টগুলোর মধ্যে থাকবে ইংরেজি ভাষার দক্ষতা, প্রতিষ্ঠানের কাছ থেকে চাকরির প্রস্তাব এবং ন্যূনতম বেতন। স্বাস্থ্য খাতে কর্মীদের জন্য আলাদা ভিসা রাখা হবে এবং যে সব শিক্ষার্থী ব্রিটেনে চার বছরের শিক্ষাজীবন সমাপ্ত করেছেন তারা আরো দুই বছর ব্রিটেনে থাকার অনুমতি পাবেন।

 


আরো সংবাদ



premium cement