১৭ এপ্রিল ২০২৪, ০৪ বৈশাখ ১৪৩১, ০৭ শাওয়াল ১৪৪৫
`

অস্ত্রভাণ্ডার না কমালে পারমাণবিক আলোচনা নয় : চীন

-

বেইজিংয়ের সাথে মিল রেখে ওয়াশিংটন যদি অস্ত্রভাণ্ডার উল্লেখযোগ্য পরিমাণে কমিয়ে আনে তবেই যুক্তরাষ্ট্র, রাশিয়ার সঙ্গে ত্রিপক্ষীয় পারমাণবিক অস্ত্র নিয়ন্ত্রণ আলোচনায় যোগ দেবে চীন। গতকাল বুধবার চীনের উচ্চপদস্থ এক কূটনীতিক এ কথা বলেছেন।
পারমাণবিক অস্ত্র সক্ষমতার দৌড়ে এখনো যুক্তরাষ্ট্র ও রাশিয়ার চেয়ে অনেক পিছিয়ে রয়েছে চীন। যুক্তরাষ্ট্র ও রাশিয়ার অন্তত ৫ হাজার করে পারমাণবিক ওয়ারহেড রয়েছে। বিপরীতে স্টকহোম ইন্টারন্যাশনাল পিস রিসার্চ ইনস্টিটিউটের তথ্য অনুযায়ী, চীনের কাছে এই ওয়ারহেড আছে মাত্র ৩২০টি। এর অর্থ হচ্ছে চীনের সাথে অস্ত্রভাণ্ডার সক্ষমতায় সামঞ্জস্য আনতে গেলে যুক্তরাষ্ট্রকে সাড়ে ৪ হাজারের বেশি ওয়ারহেড সরিয়ে ফেলতে হবে। পারমাণবিক অস্ত্র নিয়ন্ত্রণে যুক্তরাষ্ট্র ও রাশিয়ার সঙ্গে ত্রিপক্ষীয় আলোচনায় যোগ দেয়ার জন্য বারবার চীনের প্রতি আহ্বান জানিয়ে আসছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। কিন্তু বেইজিং বলছে, যুক্তরাষ্ট্র, রাশিয়ার চেয়ে চীনের পারমাণবিক অস্ত্রভাণ্ডার অনেক কম হওয়ায় এটি আলোচনার বাইরে রাখতে হবে।


আরো সংবাদ



premium cement