২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১, ১৪ শাওয়াল ১৪৪৫
`
পপ তারকা খুনের জের

ইথিওপিয়ায় সহিংসতায় মৃত্যু ১৬৬ জনের

-

জনপ্রিয় এক পপ তারকার খুন হওয়া জেরে একাধিক ভয়াবহ সহিংসতার ঘটনা ঘটেছে ইথিওপিয়ায়। তাতে ‘হর্ন অব আফ্রিকা’ বলে খ্যাত দেশটিতে অন্তত ১৬৬ জন মানুষের মৃত্যু হয়েছে বলে পুলিশের বরাত দিয়ে জানিয়েছে বার্তা সংস্থা এএফপি। নিহত সঙ্গীতশিল্পী হাছালু হুন্দেসা ইথিওপিয়ার সবচেয়ে বড় আদিবাসী গোষ্ঠী ওরমোর সদস্য। গত সোমবার রাতে রাজধানী আদ্দিস আবাবায় অজ্ঞাত বন্দুকধারীদের গুলিতে মৃত্যু হয় তার।
পপ তারকা হাছালু হুন্দেসাকে খুনের পর থেকেই ইথিওপিয়ার ওরোমিয়া অঞ্চলে আদিবাসী জনগোষ্ঠীদের মধ্যে বিক্ষোভ ছড়িয়ে পড়ে। নিরাপত্তা বাহিনীদের সাথে মুখোমুখি অবস্থান নেয় বিক্ষোভকারীরা। অবস্থা দেশটিতে চলমান গণতান্ত্রিক ট্রানজিশনের জন্য হুমকি হয়ে দাঁড়ায়।
এসব বিক্ষোভের ঘটনায় নিরাপত্তা বাহিনীর বেশ কয়েকজন সদস্য ও অনেক সাধারণ নাগরিকের মৃত্যু হয়েছে বলে জানিয়েছেন পুলিশের এক ঊর্ধ্বতন কর্মকর্তা। রাষ্ট্রীয় সম্প্রচার মাধ্যম ফানা ব্রডকাস্টিংকে দেয়া এক বিবৃতিতে ওরোমিয়া অঞ্চলের ডেপুটি পুলিশ কমিশনার জিরমা গেলাম বলেন, ‘হাছালুর মৃত্যু-পরবর্তী সহিংসতায় ওই অঞ্চলে ১৪৫ জন সাধারণ নাগরিক ও নিরাপত্তা বাহিনীর ১১ জন সদস্য প্রাণ হারিয়েছেন।’ রাজধানী আদ্দিস আবাবায়ও সহিংসতার ঘটনা ঘটেছে। সেখানে আরো ১০ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে।


আরো সংবাদ



premium cement