২০ এপ্রিল ২০২৪, ০৭ বৈশাখ ১৪৩১, ১০ শাওয়াল ১৪৪৫
`

মোদি হঠাৎ লাদাখে

হেলিকপ্টার থেকে নেমে সেনা ক্যাম্পের দিকে এগিয়ে যাচ্ছেন মোদি : ইন্টারনেট -

হঠাৎ করেই শুক্রবার সকালে লাদাখে পা রাখলেন ভারতের প্রধানমন্ত্রী মোদি। গালওয়ান সংঘর্ষের পর এই প্রথমবার তিনি সেখানে গেলেন। সেখানে সেনাবাহিনীর সদস্যদের সাথে কথা বলেন তিনি। ভারতীয় বিশেষজ্ঞদের মতে, এতে সেনাবাহিনীর মনোবল অনেকটাই বাড়ল। আর চীনকেও কড়া বার্তা দেয়া হলো।
মোদির সাথে এ দিন ছিলেন তিন বাহিনীর প্রধান সিডিএস জেনারেল বিপিন রাওয়াত ও স্থলবাহিনীর প্রধান মনোজ মুকুন্দ নারভানে। একটি ছবিতে দেখা যাচ্ছে, সেনার তাঁবুতে বসে রয়েছেন মোদি। সাথে রাওয়াত, নারভানে এবং সেনাকর্তারা। সবার মাঝেই রয়েছে যথেষ্ট দূরত্ব। মোদির সাথে সেখানে ছিলেন সেনা, বিমান এবং আইটিবিপির অফিসাররা।
প্রধানমন্ত্রী দফতরের তরফে জানানো হয়েছে, নিমুতে রয়েছেন মোদি। শুক্রবার ভোরে সেখানে পৌঁছেছেন। গতকালই ফিরে এসেছেন বলে জানা গেছে। সিন্ধুর তীরে এই নিমু সমুদ্রপৃষ্ঠ থেকে ১১ হাজার ফিট উচ্চতায় রয়েছে। চার দিকে ঘিরে রয়েছে জানস্কার পর্বতশ্রেণী। বিশ্বের কঠিনতম অঞ্চল বলা যেতে পারে।
গত রোববার ‘মন কি বাত’থঅনুষ্ঠানে মোদি বলেন, ‘লাদাখের দিকে যেই চোখ তুলে তাকাবে, তাকে যোগ্য জবাব দেয়া হবে। ভারত যেমন বন্ধুত্ব রক্ষা করতে জানে, তেমনই মুখোমুখি দাঁড়িয়ে যোগ্য জবাব দিতেও জানে। আমাদের জওয়ানরা স্পষ্ট বুঝিয়ে দিয়েছেন, যে কেউ ভারতমাতাকে অপমান করতে চাইলে ওরা ছাড়বেন না।’
কেউ কেউ মনে করেন, ভারত সঙ্ঘাত চায় না বলে বার্তা দিয়েছে। কিন্তু এ দিন মনে করা হচ্ছে, মোদির সফরের জন্যই তা বাতিল হয়েছে। ১৫ জুন পূর্ব লাদাখের গালওয়ান উপত্যকার নিয়ন্ত্ররেখায় মুখোমুখি সংঘর্ষ হয় ভারত ও চীনের। নিহত হন ২০ জন ভারতীয় সৈন্য। চীন হতাহতের সংখ্যা প্রকাশ করেনি।


আরো সংবাদ



premium cement