১৯ এপ্রিল ২০২৪, ০৬ বৈশাখ ১৪৩১, ০৯ শাওয়াল ১৪৪৫
`

নিউজিল্যান্ডের স্বাস্থ্যমন্ত্রীর পদত্যাগ

-

নিউজিল্যান্ডের স্বাস্থ্যমন্ত্রী পদত্যাগ করেছেন। লকডাউন না মানা এবং সরকারি কর্মকর্তাদের কাজের সমালোচনা করায় যে জনঅন্তোষ তৈরি হয়েছে তার পরিপ্রেক্ষিতে গতকাল বৃহস্পতিবার তিনি পদত্যাগ করেন। দেশটির প্রধানমন্ত্রী জেসিন্ডা অর্ডান স্বীকার করেছেন, তার উপস্থিতি বিরক্তির জন্ম দিচ্ছিল। তিনি আরো বলেন, স্বাস্থ্যখাতে যিনি নেতৃত্ব দেবেন তার প্রতি জনআস্থা থাকা প্রয়োজন।
গত এপ্রিলে বিদায়ী স্বাস্থ্যমন্ত্রী ডেভিড ক্লার্ক লকডাউন উপেক্ষা করে পরিবার নিয়ে ১২ মাইল পথ পাড়ি দিয়ে সৈকতে গিয়েছিলেন। এ নিয়ে সমালোচনা শুরু হয়। এরপর তিনি কাজ চালিয়ে গেলেও জনসম্মুখে আর আসেননি। এ ছাড়া তিনি স্বাস্থ্য দফতরের মহাপরিচালক এশলে ব্লুমফিল্ডের কাজেরও সমালোচনা করে জনগণের চক্ষুশূল হন।

 


আরো সংবাদ



premium cement