২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০, ১৮ রমজান ১৪৪৫
`

মহামারীর কারণে নির্বাচনী সমাবেশ করবেন না বাইডেন

-

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনে ডেমোক্র্যাট দলের প্রার্থী জো বাইডেন মহামারীর কারণে নির্বাচনী সমাবেশের আয়োজন করবেন না। তার নজিরবিহীন এ ঘোষণা প্রতিদ্বন্দ্বী প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের অবস্থানের সম্পূর্ণ বিপরীত।
জো বাইডেন চার সপ্তাহ আগে প্রেসিডেন্ট প্রার্থী হিসেবে দলের মনোনয়ন পেয়েছেন। মনোনীত হওয়ার পর মঙ্গলবার এই প্রথম সংবাদ সম্মেলনে তিনি বলেন, আমি ডাক্তারের নির্দেশ অনুসরণ করতে যাচ্ছি। এটি কেবল আমার জন্যে না, পুরো দেশের জন্যে । এর অর্থ আমি কোন নির্বাচনী সমাবেশ করতে যাচ্ছি না। একইসাথে তিনি জানান, তিনি এখনো কোভিড -১৯ শনাক্তে কোনো পরীক্ষা করাননি।
বাইডেন (৭৭) যে ডাক্তারের নির্দেশনার কথা বলেছেন তা তার ব্যক্তিগত ডাক্তার নয়, বরং বড়ো কোনো সমাবেশে যোগ না দিতে আমেরিকানদের প্রতি সরকারের বিধিনিষেধের কথাই তিনি তুলে ধরেছেন। তবে মহামারী পরিস্থিতির উন্নতি হলে তিনি তার সিদ্ধান্ত পাল্টাবেন কি না এ বিষয়ে কিছু বলেননি।
তিনি যদি ৩ নভেম্বর অনুষ্ঠেয় নির্বাচন পর্যন্ত সমাবেশের আয়োজন না করেন, তবে তা হবে আধুনিক আমেরিকার প্রেসিডেন্ট নির্বাচনী প্রচারণার ইতিহাসে এক ব্যতিক্রমী উদ্যোগ ।

 


আরো সংবাদ



premium cement