১৯ এপ্রিল ২০২৪, ০৬ বৈশাখ ১৪৩১, ০৯ শাওয়াল ১৪৪৫
`

স্পেশাল ফোর্সের জন্য মার্কিন রাইফেল কিনছে ভারত

-

স্পেশাল ফোর্সের জন্য ফরেন মিলিটারি সেলস প্রক্রিয়ায় মার্কিন কোম্পানি এফএন হার্সটল থেকে ক্ষুদ্র অস্ত্র কেনার প্রস্তুতি নিয়েছে ভারতীয় সেনাবাহিনী। সেনাবাহিনী তার নিজস্ব ক্ষমতাবলে ২০০-৩০০ কোটি রুপিতে ৭.৬২ গুলির এফএন স্কার অ্যাসল্ট রাইফেল কিনছে বলে সূত্র নিশ্চিত করেছে।
স্কার ৭.৬২ রাইফেল উত্তর-পূর্বাঞ্চল ও মিয়ানমারের ঘন জঙ্গলে এসএফের ফায়ার পাওয়ার বাড়াবে। এগুলো ১বি এলএমজির স্থলাভিষিক্ত হবে। ১বি এলএমজি তৈরি করেছে অর্ডন্যান্স ফ্যাক্টরি বোর্ড, তাও কয়েক দশক আগে। এই ক্ষুদ্র অস্ত্রগুলো স্পেশাল ফোর্সের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে বিবেচনা করা হচ্ছে।
কারণ এর ফলে তারা ব্যাপক ফায়ার পাওয়ার লাভ করবে। ২০০৫ সাল থেকেই স্পেশাল ফোর্সের আধুনিকায়ন ঝুলে আছে। গত বছর সিদ্ধান্ত নেয়া হয় যে পর্যায়ক্রমে এই উন্নয়নের কাজটি করা হবে। তার পরিপ্রেক্ষিতেই যুক্তরাষ্ট্র থেকে এসব অস্ত্র কেনার সিদ্ধান্ত নেয়া হয়।


আরো সংবাদ



premium cement