২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১, ১৫ শাওয়াল ১৪৪৫
`

রাশিয়ার নদীতে জ্বালানি তেল ছড়ানোর পর জরুরি অবস্থা

-

রাশিয়ায় মেরু বৃত্তের ভেতর থাকা একটি নদীতে ২০ হাজার টন তেল ছড়িয়ে পড়ার পর সাইবেরিয়ার সংশ্লিষ্ট অঞ্চলে জরুরি অবস্থা জারি করেছেন প্রেসিডেন্ট ভøাদিমির পুতিন । শুক্রবার সাইবেরিয়ার শহর নারিস্কের কাছে একটি বিদ্যুৎকেন্দ্রের জ্বালানি ট্যাংক ধসে পড়ার পর নদীতে তেল ছড়ানো শুরু হয়।
দুই দিন যাওয়ার পর কর্মকর্তারা এ ঘটনাটি জানতে পারেন, এমনটি জেনে রাশিয়ার প্রেসিডেন্ট ক্ষুব্ধ প্রতিক্রিয়া ব্যক্ত করেছেন। যে বিদ্যুৎকেন্দ্রের জ্বালানি ট্যাংক ধসে পড়েছে, সেটি বিশ্বের শীর্ষস্থানীয় নিকেল ও পালাডিয়াম উৎপাদনকারী কোম্পানি নারিস্ক নিকেলের সহযোগী একটি প্রতিষ্ঠানের মালিকানাধীন। গত বুধবার টেলিভিশনে সম্প্রচারিত এক ভিডিও কনফারেন্সে পুতিন তেল ছড়ানোর ঘটনায় যথাসময়ে প্রতিক্রিয়া না দেখানোয় কোম্পানিটির প্রধানকে তিরস্কার করেন। নারিস্ক নিকেলের সহযোগী প্রতিষ্ঠানের প্রধান সের্গেই লিপিনকে তিনি জিজ্ঞেস করেন, ‘সরকারি সংস্থাগুলো কেন দুইদিন পর এ ঘটনা বিষয়ে জানতে পারল? আমাদের কি এখন থেকে সামাজিক যোগাযোগমাধ্যমে জরুরি পরিস্থিতি সম্পর্কে জানতে হবে’।
সাইবেরিয়ার ওই অঞ্চলের গভর্নর আলেক্সান্দার উস এর আগে পুতিনকে জানান, সামাজিক যোগাযোগমাধ্যমে ‘উদ্বেগজনক তথ্য পেয়ে’ রোববার তিনি নদীতে তেল ছিটকে পড়ার বিষয়টি অবগত হন। পুতিন দুর্ঘটনাটি তদন্ত করে দেখার নির্দেশ দিয়েছেন। বিদ্যুৎকেন্দ্রের ব্যবস্থাপককে আটক করা হয়েছে। এক বিবৃতিতে নারিস্ক নিকেল জানিয়েছে, তারা জ্বালানি ট্যাংক ধসে পড়া ও নদীতে তেল ছিটকে পড়ার বিষয়টি ‘যথাসময়ে সঠিকভাবেই’ জানিয়েছিল। বিদ্যুৎকেন্দ্রের জ্বালানি ট্যাংক-সংলগ্ন পিলারগুলো ডুবে যেতে শুরু করলে ভারসাম্য হারিয়ে ট্যাংকটি ধসে পড়ে বলে জানিয়েছে নারিস্ক নিকেল।
বিদ্যুৎকেন্দ্র সংশ্লিষ্ট এ এলাকাটি মূলত মেরু অঞ্চলের চিরহিমায়িত ভূখণ্ডের (পার্মাফ্রস্ট) উপর অবস্থিত। জলবায়ু পরিবর্তনজনিত কারণে এখানকার হিমায়িত মাটি গলতে শুরু করেছে বলে বিজ্ঞানীরা অনেক দিন ধরেই সতর্ক করে আসছিলেন। ছিটকে পড়া তেল দুর্ঘটনাস্থল থেকেও প্রায় ১২ কিলোমিটার দূর পর্যন্ত ছড়িয়ে পড়ায় আমবারনায়া নদীর বিশাল অংশ লালচে আভা ধারণ করেছে। জরুরি অবস্থা জারি হওয়ায় এখন সাইবেরিয়ার ওই এলাকায় অতিরিক্ত সেনা পাঠানো হবে, যারা নদী থেকে তেল সরিয়ে নেয়ার অভিযানে সহায়তা করবে। ছিটকে পড়া জ্বালানি তেল প্রায় সাড়ে ৩০০ বর্গকিলোমিটার এলাকাকে দূষিত করেছে বলে রাশিয়ার রাষ্ট্রীয় গণমাধ্যমগুলোর প্রতিবেদনে বলা হয়েছে। বিশাল এলাকাজুড়ে ছড়িয়ে পড়ায় এবং আমবারনায়া নদীর ভৌগোলিক অবস্থানের কারণে ছিটকে পড়া তেল সরিয়ে নেয়া কঠিন হবে বলে ধারণা পরিবেশবাদী সংগঠনগুলোর। নারিস্ক নিকেলের কোনো স্থাপনা থেকে নদীতে তেল ছিটকে পড়ার ঘটনা এটিই প্রথম নয়। ২০১৬ সালেও কোম্পানিটির প্লান্টে ঘটা এক দুর্ঘটনার পর ছড়িয়ে পড়া রাসায়নিকে কাছাকাছি এলাকার একটি নদী লাল রঙ ধারণ করেছিল।

বিবিসি


আরো সংবাদ



premium cement
হোচট খেল লিভারপুল, পিছিয়ে গেল শিরোপা দৌড়ে যোদ্ধাদের দেখতে প্রকাশ্যে এলেন হামাস নেতা সিনওয়ার! ফের পন্থ ঝড়, ঘরের মাঠে গুজরাটকে হারাল দিল্লি ইউক্রেনকে গোপনে দূরপাল্লার ক্ষেপণাস্ত্র দিয়েছে যুক্তরাষ্ট্র গ্রেফতারের পর যুক্তরাষ্ট্রের বিশ্ববিদ্যালয়গুলোতে ফিলিস্তিনপন্থীদের বিক্ষোভ আরো বেড়েছে ইউক্রেন যুদ্ধে দুর্নীতি, পুতিনের নির্দেশে গ্রেফতার রুশ উপ-প্রতিরক্ষামন্ত্রী!  আমেরিকানরা কি ধর্ম থেকে সরে যাচ্ছে? গাজায় রিজার্ভ ব্রিগেড মোতায়েন ইসরাইলের উপজেলা নির্বাচন জটিলতা ভোটাধিকারের প্রতি মর্যাদা ইসরাইলি সেনাবাহিনীর বিরুদ্ধে ‘যুদ্ধাপরাধের ধারাবাহিক ধারা’ অনুসরণের অভিযোগ

সকল