২০ এপ্রিল ২০২৪, ০৭ বৈশাখ ১৪৩১, ১০ শাওয়াল ১৪৪৫
`

করোনার মধ্যেই কঙ্গোতে মহামারী রূপে ইবোলা

-

দুই বছরও কাটল না। আবারো মারণ ভাইরাস ইবোলা হানা দিলো আফ্রিকার দেশ গণতান্ত্রিক কঙ্গো প্রজাতন্ত্রে। একে তো করোনা, তার ওপর ইবোলা; দুই ভাইরাসের কারণে দিশেহারা দেশটি।
সোমবার কঙ্গোর স্বাস্থ্য মন্ত্রণালয় থেকে ইবোলা ভাইরাসের নতুন প্রাদুর্ভাবকে মহামারী হিসেবে ঘোষণা দেয়া হয়। দেশটির স্বাস্থ্যমন্ত্রী এতেনি লংগন্দো জানায়, এমবান্দাকায় চারজন মারা গেছেন। যাদের শরীরে ইবোলা ভাইরাস পাওয়া গেছে। ভয়াবহ ক্ষমতাসম্পন্ন ইবোলার লক্ষণ প্রচণ্ড জ্বর, মারাত্মক বমি ও পেটের গোলমাল। আক্রান্ত ব্যক্তির শরীরের তরলের সরাসরি সংস্পর্শে এলে এই ভাইরাস সংক্রমিত হয়।


আরো সংবাদ



premium cement