২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১, ১৪ শাওয়াল ১৪৪৫
`

পাকিস্তানের মধ্য দিয়ে আফগানিস্তানের সমুদ্র বাণিজ্য

-

পাকিস্তানের গোয়াদর বন্দর দিয়ে আফগানিস্তানের সাথে বাণিজ্য শুরু হয়েছে। এর মধ্য দিয়ে ইতিহাসে প্রথমবারের মতো সমুদ্রপথে দুই দেশের মধ্যে বাণিজ্য শুরু হলো। পাকিস্তানের বাণিজ্য মন্ত্রণালয় জানিয়েছে, আফগানিস্তান-পাকিস্তান ট্রানজিট ট্রেড এগ্রিমেন্ট-২০১০ অনুযায়ী দুই পক্ষের মধ্যে ব্যবসায় বাণিজ্য শুরু হয়েছে।
আলোচিত এ পদক্ষেপ নিয়ে একাধিক টুইট করেন পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খানের বাণিজ্য উপদেষ্টা আব্দুর রাজ্জাক দাউদ। এতে তিনি জানান, আফগানিস্তানের জন্য ১৬০০০ টন ইউরিয়া ও সার বহনকারী জাহাজ গোয়াদরে এসে পৌঁছেছে। ফলে গোয়াদর বন্দর দিয়ে আফগানিস্তানের সাথে সমুদ্রপথে নতুন বাণিজ্যের সূচনা হলো। তিনি আরো জানিয়েছেন, এবারই প্রথমবারের মতো সারগুলো স্থানীয়ভাবে প্যাকিং করা হবে।


আরো সংবাদ



premium cement