২০ এপ্রিল ২০২৪, ০৭ বৈশাখ ১৪৩১, ১০ শাওয়াল ১৪৪৫
`

বিশ্ব স্বাস্থ্য সংস্থার সাথে সম্পর্ক ছিন্নের ঘোষণা ট্রাম্পের

‘করোনা মোকাবেলা আরো কঠিন হবে’
-

বিশ্ব স্বাস্থ্য সংস্থার সাথে সম্পর্ক ছিন্ন করতে যাচ্ছে যুক্তরাষ্ট্র। করোনাভাইরাস (কোভিড-১৯) মোকাবেলায় সংস্থাটির পদক্ষেপ নিয়ে অসন্তুষ্টি প্রকাশ করে শুক্রবার এমন ঘোষণা দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি বলেন, সংস্থাটি তাদের অনুরোধ মেনে পরিবর্তন আনতে ব্যর্থ হয়েছে।
শুক্রবার হোয়াইট হাউজে আয়োজিত এক সংবাদ সম্মেলনে ট্রাম্প অভিযোগ করেন, বিশ্ব স্বাস্থ্য সংস্থা সম্পূর্ণরূপে চীনের নিয়ন্ত্রণে রয়েছে। তিনি আরো বলেন, সংস্থাটি তাদের কার্যক্রমে তার প্রশাসনের অনুরোধ করা পরিবর্তন আনতে ব্যর্থ হয়েছে। তিনি জানান, বিশ্ব স্বাস্থ্য সংস্থাকে প্রতিশ্রুত অর্থ অন্যান্য বৈশ্বিক স্বাস্থ্যজনিত সমস্যা মেটানোয় ব্যয় করা হবে। ট্রাম্প বলেন, বিশ্ব স্বাস্থ্য সংস্থার কী পরিবর্তন আনা প্রয়োজন তা আমরা বিস্তারিতভাবে জানিয়েছি। তাদের সাথে সরাসরি যোগাযোগ করেছি কিন্তু তারা এ বিষয়ে পদক্ষেপ নেয়নি। গত কয়েক সপ্তাহ ধরেই বিশ্ব স্বাস্থ্য সংস্থার সাথে বৈরিতা চলছে ট্রাম্প প্রশাসনের। করোনা মহামারী নিয়ে সংস্থাটির পদক্ষেপ নিয়ে অসন্তুষ্ট তার প্রশাসন। এর আগে গত এপ্রিলে সংস্থাটিতে অর্থায়ন বন্ধের ঘোষণা দিয়ে তীব্র সমালোচনার শিকার হন ট্রাম্প। বার্ষিক হিসাবে বিশ্ব স্বাস্থ্য সংস্থার ৪০ কোটি ডলারের বেশি অর্থ দিয়ে থাকে যুক্তরাষ্ট্র। বিশ্বের মধ্যে সংস্থাটির সবচেয়ে বড় অর্থদাতার স্থান তাদের। এই অর্থ বন্ধ হয়ে যাওয়া সংস্থাটির জন্য ব্যাপক এক আঘাত।
এ দিকে বিশ্ব স্বাস্থ্য সংস্থার সাথে ট্রাম্পের সম্পর্ক ছিন্নের ঘোষণার সমালোচনা করেছে দ্য আমেরিকান মেডিক্যাল অ্যাসোসিয়েশন। এক বিবৃতিতে সংস্থাটি বলেছে, এই সম্পর্ক ছিন্নের পেছনে কোনো যৌক্তিক কারণ নেই। এতে বিশ্বজুড়ে করোনা মোকাবেলা আরো কঠিন হয়ে দাঁড়াবে। বিশ্ব স্বাস্থ্য সংস্থার একাধিক উপদেষ্টা কমিটিতে কাজ করা জর্জটাউন ইউনিভার্সিটির অধ্যাপক লরেন্স গস্টিন বলেন, ট্রাম্পের এই পদক্ষেপ আমেরিকানদের আরো অনিরাপদ করে তুলবে। ট্রাম্পের পদক্ষেপটি সমালোচনা করেছেন মার্কিন পার্লামেন্টের উচ্চকক্ষ সিনেটের স্বাস্থ্যবিষয়ক কমিটি থেকেও। কমিটির চেয়ারম্যান সিনেটর লামার আলেক্স্যান্ডার বলেন, বিশ্ব স্বাস্থ্য সংস্থার ভুলগুলো অবশ্যই খতিয়ে দেখা উচিত। তবে সে সময় এখন না। বিশ্বজুড়ে বিদ্যমান স্বাস্থ্য সঙ্কট প্রশমিত হওয়ার পর।
উল্লেখ্য, ট্রাম্পের ঘোষণা নিয়ে বিশ্ব স্বাস্থ্য সংস্থার সাথে যোগাযোগ করা হলে কোনো সাড়া পাওয়া যায়নি। ট্রাম্প সংস্থাটির বিরুদ্ধে যথাযথ পদক্ষেপ নিতে ব্যর্থ হওয়ার অভিযোগ আনলেও সংস্থাটি তাদের পদক্ষেপ যথাযথ ছিল বলে দাবি করেছে। একইসাথে তাদের কর্মকাণ্ড চীনপন্থী হওয়ার অভিযোগও প্রত্যাখ্যান করেছে। গত ১৮ই মে সংস্থাটির প্রধান টেড্রস আধানম ঘেব্রিয়েসুসের কাছে কঠোর ভাষায় লেখা একটি চিঠি পাঠান ট্রাম্প। তাতে যুক্তরাষ্ট্রের সমর্থন পেতে হলে সংস্থাটির কী কী পরিবর্তন আনতে হবে সেসব বিষয় উল্লেখ করেন তিনি। সংস্থাটি ওই সময় জানিয়েছিল, তারা ট্রাম্পের চিঠির ব্যাপারটি ভেবে দেখছে। ট্রাম্প ঘোষণা দিলেও ডব্লিউএইচওর সাথে যুক্তরাষ্ট্রের সম্পর্কচ্ছেদ কবে থেকে কার্যকর হচ্ছে, তা স্পষ্ট হওয়া যায়নি। যুক্তরাষ্ট্র এক বছরের নোটিশ দিয়ে বিশ্ব স্বাস্থ্য সংস্থার সাথে সম্পর্ক ছিন্ন করতে পারবে বলে ১৯৪৮ সালে মার্কিন কংগ্রেসের এক যৌথ ঘোষণায় বলা হয়েছিল।


আরো সংবাদ



premium cement